Jio দিচ্ছে দুর্দান্ত অফার! বিনামূল্যে ৫০ দিনের জন্য OTT ও সুপারফাস্ট ইন্টারনেট

Published on:

jio latest offer

সুমি রায়, কলকাতা: নতুন এবং পুরানো গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার চালু করেছে Jio। আসলে জিও তার গ্রাহকদের জন্য জিরো রিক্স ট্রায়াল নামে একটি অফার চালু করেছে। যেখানে ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে কোন খরচ ছাড়াই টিভি চ্যানেল ও OTT এক্সেস এর পাশাপাশি ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে দেয়। এক্ষেত্রে জিও ফাইবার ও এয়ার ফাইবার পরিষেবা গুলিতে ৫০ দিনের বিনামূল্যে ট্রায়ালের সুবিধা রয়েছে।

অফারে কী কী রয়েছে?

এবার আমরা দেখে নেব Jio ৫০ দিনের এই দুর্দান্ত অফারে কী কী সুবিধা রয়েছে।

  • এক্ষেত্রে ৮০০ টিরও বেশি টিভি চ্যানেল অ্যাক্সেস রয়েছে।
  • জিও ফাইবার এবং এয়ার ফাইবার ইন্টারনেট পরিষেবা।
  • বিনামূল্যে সেটআপ বক্স।
  • বিনামূল্যে রাউটার।
  • বিন আমলে ইনস্টলেশন।
  • Disney+Hotstar, জি ফাইভ, সনিলিভ, এছাড়া আরো অনেক কিছু সহ ১৩ টি জনপ্রিয় OTT অ্যাপ রয়েছে।

কতদিন চলবে অফার?

জানা গেছে এই ট্রায়াল অফারটি ফেব্রুয়ারি ২৮ তারিখ পর্যন্তই উপলব্ধ। আপনি যদি জিওর গ্রাহক হয়ে এই সুবিধাগুলি পেতে চান তাহলে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

কিভাবে অফারটি নিবেন?

আপনি যদি নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি ১২৩৪ টাকা ফেরতযোগ্য পরিমান অর্থ প্রদান করে ৫০ দিনের ট্রায়াল উপভোগ করতে পারবেন। আপনার যখন এই ট্রায়ালের দিন শেষ হয়ে যাবে, এবং আপনি প্ল্যানটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। তখনই আপনাকে আবার সেই আপনার ১২৩৪ টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতে তা রিচার্জের জন্য ব্যবহার করা হতে পারে।

যেমন যদি নতুন গ্রাহক ট্রায়ালের পরে ৫৯৯ টাকা রিচার্জ করে তাহলে পরবর্তীতে সেই ব্যক্তিকে ১২৩৪ টাকার বাকি ব্যালেন্স পরবর্তী রিচার্জের জন্য ব্যবহার করা হবে। আর গ্রাহক যদি পরিষেবাটি বন্ধ করতে চায় তাহলে প্রযোজ্য ফি কেটে নেওয়ার পরে তার বাকি টাকা ফেরত দেওয়া হবে। অর্থাৎ ৫৯৯ টাকার প্ল্যান কিনলে, আসল টাকা থেকে প্রযোজ্য ফি কেটে নেওয়ার পরে তাদের ৯৭৯ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

পুরনো গ্রাহক অর্থাৎ বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রায়াল শব্দটি ৬০০০৮ ৬০০০৮ নম্বরে পাঠিয়ে অফারটি সক্রিয় করতে পারবেন। এক্ষেত্রে তাদের রিচার্জ হয়ে গেলে তারা বিনামূল্যে ট্রায়ালের সুবিধা উপভোগ করতে পারবে।

পরবর্তী অফার

Jio Airfiber বিনামূল্যে গ্রাহকদের পরে পরবর্তী প্ল্যান বেছে নেওয়ার জন্য কয়েকটি এয়ার ফাইবার অফার করে।

Jio Airfiber ৫৯৯ টাকার প্ল্যান

  • স্প্রিড – ৩০ Mbps
  • ডেটা – ১০০০GB
  • প্যাকেজের মেয়াদ -৩০ দিন
  • OTT – Disney+ Hotstar, Zee5, SonyLiv, Sun Nxt সহ আরো অনেক কিছু।
  • টিভি চ্যানেলে থাকছে ৮০০+ বেশি চ্যানেল।

১৪৯৯ টাকার প্ল্যান

  • স্প্রিড – ৩০ Mbps
  • ডেটা – ১০০০GB
  • প্যাকেজের মেয়াদ -৩০ দিন
  • OTT – Disney+ Hotstar, Prime Video, YouTube Premium সহ আরো অনেক কিছু।
  • টিভি চ্যানেলে থাকছে ৮০০+ বেশি চ্যানেল।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।