কন্যাশ্রী প্রকল্পে বড় দুর্নীতি! কীভাবে ধরা পড়ল প্রতারণা?

Published on:

Kanyashree Prakalpa

অমিত সরকার, কলকাতা: রাজ্য সরকার মেয়েদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দেবার জন্য নানারকম প্রকল্পের সৃষ্টি করেছে যার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হল কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa)। তবে এই কন্যাশ্রী প্রকল্পতেও জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিবাহিত মহিলারাও ভুঁয়ো ডকুমেন্ট দিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা তুলে নিচ্ছে আর তাদের সাহায্য করছেন নাকি ব্লকের কিছু কর্মী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।

কন্যাশ্রী প্রকল্পে কিভাবে চলছিল এই প্রতারণা?

আসলে রাজ্য সরকারের তৈরি এই প্রকল্পটি মূলত অবিবাহিত মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুবিধার্থে দেওয়া হয়ে থাকে। তবে লক্ষ্য করে দেখা গেছে যে অনেক সময় বিবাহিত মহিলারা অবিবাহিত সার্টিফিকেট বানিয়ে আবেদন করছে এমনকি তাদের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ব্লকের কিছু অসাধু কর্মী এবং পঞ্চায়েতের ব্যক্তিরা। শুধু এখানেই শেষ নয় মেয়েদের পরিবারের কাছ থেকে ২০০০ থেকে ৫০০০ টাকা করেও নিয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: বিদ্যুৎ বিলের ছাড়! ‘হাসির আলো’ প্রকল্পে উপকৃত হবেন লক্ষাধিক পরিবার

এক আবেদনকারী জানিয়েছেন তার ভাইজি বিয়ে হয়ে গিয়েছে তিন বছর আগে তার একটা সন্তান রয়েছে তবুও ব্লকের কিছু লোক এসে পাঁচ হাজার টাকা চেয়েছিল কিন্তু ৩০০০ টাকা দিয়েছে তারা। একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন শাবনাজ খাতুন তারও বিয়ে হয়ে গিয়েছিল পরে ডিভোর্স হয়ে যায় তিনি কন্যাশ্রী জন্য আবেদন করেন এবং ব্লকের লোকজন এসে ৩৫০০ টাকা দাবি করেন, যা তারা বাধ্য হন দিতে।

কিভাবে কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতি ধরা পরল?

আসলে মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকে এই জালিয়াতি ধরা পড়ার ঘটনাটি ঘটেছে। সেখানে সেই ব্লকের ভিডিও সোনাম ওয়াঙদী লামা প্রকল্পের আবেদনের তথ্য যাচাই করতে গ্রামে গ্রামে যায়। তখন এই জালিয়াতির পর্দা ফাঁস হয়। তিনি যখন সে আবেদনকারীর বাড়ি গিয়ে বিভিন্ন ডকুমেন্ট খতিয়ে দেখেন তিনি চমকে ওঠেন দেখা যায় ১৪ টি আবেদনকারী আসলে বিবাহিত। এমনকি তাদের এক বা একাধিক সন্তানও রয়েছে অথচ তারা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। আর এই ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।