১০ লক্ষ টাকার মাথার দাম! বিহারে গ্রেপ্তার কুখ্যাত খলিস্তানি জঙ্গি

Published on:

Khalistani Terrorist Arrest

অমিত সরকার, নয়াদিল্লি: অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল এক কুখ্যাত জঙ্গি। খলিস্তানি জঙ্গি কাশ্মীর সিং ওরফে গলবদ্দি ওরফে বলবীর সিংকে গ্রেফতার করল এনআইএ (NIA) ও জেলা পুলিশ। বিহারের মতিহারি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এই পলাতক জঙ্গির মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কাশ্মীর সিং মূলত খলিস্তানি জঙ্গিদের পরিকাঠামোতে সহায়তা করা, অর্থ সংগ্রহ এবং আশ্রয় দেওয়ার মতো গুরুতর অপরাধে যুক্ত ছিলেন। তিনি খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং সংগঠনগুলির হয়ে কাজ করতেন। তার বাড়ি পাঞ্জাবের লুধিয়ানায়।

রবিবার রাতে একটি বিশেষ অভিযানে এনআইএ ও জেলা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করে। সূত্রের খবর, এনআইএ সুনির্দিষ্ট একটি ঠিকানায় হানা দিয়ে কাশ্মীর সিংকে গ্রেফতার করে এবং রাতেই তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যায়।

কে এই কাশ্মীর সিং?

কাশ্মীর সিং একজন কুখ্যাত পলাতক জঙ্গি। ২০১৬ সালের ২৭ নভেম্বর, পাঞ্জাবের পাতিয়ালায় ২৪ জন সশস্ত্র ব্যক্তি একটি জেলে হামলা চালায়। তারা নিরাপত্তারক্ষীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে ছয়জন বন্দিকে ছিনিয়ে নিয়ে যায়। সেই ছয়জন জেল পালানো দুষ্কৃতীর একজন ছিলেন কাশ্মীর সিং।

আরও পড়ুন: ভারত ও পাকিস্তান সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে, জানতে বিস্তারিত পড়ুন

অবৈধ কার্যকলাপ নেপাল থেকে

সূত্র অনুযায়ী, কাশ্মীর সিং দীর্ঘদিন ধরে নেপাল থেকে অবৈধ কার্যকলাপ পরিচালনা করছিলেন। তিনি নেপালের বিকেআই জঙ্গি সংগঠনের নেটওয়ার্কও পরিচালনা করতেন। জানা গেছে, তিনি নেপাল থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং গোলাবারুদ পাঠাতেন। এছাড়াও, হাওয়ালা মারফত বিপুল পরিমাণ টাকার লেনদেন চালাতেন।

সম্প্রতি খবর এসেছে, তিনি নেপাল থেকে বিহারের মতিহারিতে আশ্রয় নিয়েছিলেন এবং বড়সড় কোনও হামলার পরিকল্পনা করছিলেন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।