অমিত সরকার, কলকাতা: মার্চ মাস পরে গিয়েছে, এখন সবার একাউন্টে বিভিন্ন ভাতার টাকা ধোকার সময় হয়ে গিয়েছে। তবে ২০২৫ সালের মার্চ মাসে সবার টাকা ঠিক কত তারিখের মধ্যে ঢুকবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব।
বিভিন্ন খবর সূত্রে জানা গেছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদের জন্য মার্চ মাসে স্বাভাবিক অর্থ প্রদান করা হবে অর্থাৎ তারা মার্চেও টাকা পাবেন। সে ক্ষেত্রে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির সুবিধাভোগীরা পাবেন ১২০০ টাকা এবং অন্যান্য শ্রেণীর, সাধারণ শ্রেণী সুবিধা ভোগীরা পাবেন ১০০০ টাকা। আর তারা তাদের একাউন্টে টাকা পেয়ে যাবে ৭ই মার্চ থেকে ১০ই মার্চের মধ্যে।
নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে?
যে সমস্ত মহিলারা সম্প্রতি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন বা সরকারি ক্যাম্পে তাদের ফর্ম জমা দিয়েছেন তারা এই মার্চ মাসে টাকা পাবেন না। তাদের নাম যদিও বা সিস্টেমে প্রবেশ করানো হয়েছে কিন্তু সরকার এখনো তাদের অনুমোদন দেয়নি। যারা নতুন এই প্রকল্পের আবেদন করেছে তাদের প্রকল্পের টাকা হয়তো বা এপ্রিল মাস থেকে পেতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে।
বিধবা, বৃদ্ধ, ও প্রতিবন্ধী ভাতা কবে ঢুকবে?
যে সমস্ত আবেদনকারীরা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বা প্রতিবন্ধী ভাতার জন্য সম্প্রতি আবেদন করেছেন তাদের অবস্থা ঐ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতন। তারা এই চলতি মাসে অর্থ পাবে না। নতুন আবেদনকারীরা শুধুমাত্র সরকার নতুন শূন্য পদ ঘোষণা করার পরে তাদের অর্থ পাবেন।
তবে যারা ইতিমধ্যেই এই সমস্ত একাধিক ভাতা প্রকল্পের আওতায় টাকা পাচ্ছেন তারা মার্চ মাসে ১০০০ টাকা করে পাবে। অর্থাৎ যারা আগের থেকে টাকা পেয়ে আসছে তারা এ মাসের ১৫ তারিখের মধ্যে নিজেদের টাকা নিজেদের ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।
যে সমস্ত ব্যক্তিরা নিজেদের ভাতার টাকা নিয়ে চিন্তায় রয়েছেন তারা চিন্তা করবেন না কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীরা ৭ তারিখ থেকে 10 মার্চের মধ্যে নিজেদের টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন। আর এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এবং প্রতিবন্ধী ভাতার বিদ্যমান সুবিধাভোগীরা মার্চ মাসের ১৫ তারিখের মধ্যেই ১০০০ টাকা করে নিজের ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।