ইন্দ্রাণী সরকার, কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইচ্ছুক ও যোগ্য চাকরি প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে মহিলা, পুরুষ সকলেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে আবারও সুখবর। কারণ কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ হতে চলেছে। এবার দেখে নেব কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট করা পদে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা, তাদের বয়স সীমা, শূন্য পদ সংখ্যা, আবেদন পদ্ধতি, সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য।
পদের নাম ও শূন্য পদ সংখ্যা
কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কর্মী নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে Translator (English to Bangali) পদে নিয়োগ করা হবে। যার জন্য মোট শূন্য পদ সংখ্যা ধার্য করা রয়েছে ৪ টি।
বয়স সীমা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। তাদের বয়স হিসেব করতে হবে ২৬/২/২০২৫ তারিখ অনুযায়ী।
আবেদনকারীদের যোগ্যতা
এক্ষেত্রে আবেদন করতে গেলে আবেদনকারীদের যথেষ্ট পরিমাণে যোগ্যতা থাকা দরকার। যেমন পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস এর জুডিশিয়াল অফিসারদের অবশ্যই চাকরি থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। আর অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারদের যে কোন স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, যার মধ্যে বাংলা মাতৃভাষা এবং ইংরেজি অন্যতম বিষয় থাকবে। এছাড়া তাদের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, যার মধ্যে টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ হলো মার্চ মাসের ১৮ তারিখ বিকেল ৪ঃ৪৫ মিনিট পর্যন্ত। অর্থাৎ আবেদনকারীদের ১৮/৩/২০২৫ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ছুটির দিনে আবেদনপত্র জমা নেওয়া হবে না।
আবেদন পদ্ধতি
এক্ষেত্রে সকলকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্র সমস্ত তথ্য দিয়ে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপি এক সঙ্গে যুক্ত করে একটি নির্দিষ্ট মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা
Registrar (Recruitment and Management), High Court, Appellate Side, Calcutta, New Administrative Block, High Court, Calcutta, New Secretariat Building, Block- ‘B’, 6th Floor, 1, Kiran Shankar Ray Road, B.B.D Bag, Kolkata- 700001″
Official Notification | Download |
Official Website | Calcutta High Court |