অমিত সরকার, কলকাতা: কলকাতা মেট্রোলের কর্মকর্তারা তাদের মেট্রো ট্রেন চালানোর সময়সূচিতে পরিবর্তন আনতে চলেছে ফেব্রুয়ারি ৮ তারিখ থেকে। এইরকমই একটি ঘোষণা করেছে মেট্রো রেলওয়ে কলকাতা তাদের টুইটারে। সেই টুইটারে উল্লেখ করা রয়েছে যে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পূর্ব-পশ্চিম মেট্রো করিডরের সেক্টর V থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পরিষেবা সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।
এছাড়া সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর V এর শেষ ট্রেন রাত ৯ঃ৪৫ টায় ছাড়বে। সাধারণত যাত্রীরা 15 মিনিট অন্তর অন্তর ট্রেন পাবে। যার ফলে যাত্রীদের আরো সুবিধাজনক যাত্রার সুযোগ হবে।
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে যে তারা যেন এই নতুন সময়সূচী জেনে এবং সেই সময়সূচি অনুযায়ী নিজেদের যাত্রার পরিকল্পনা করেন। যাতে স্টেশনে গিয়ে ট্রেন নিয়ে কোন অসুবিধার সম্মুখীন না হতে হয় যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষ আশা করছে যে কলকাতার মেট্রোরেলের এই নতুন সময়সূচী শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করবে এবং যাত্রীদের দ্রুত ও সাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ করে দেবে।
আপনি এবং আপনার বন্ধুরা যদি এই রুটের যাত্রী হয়ে থাকেন তাহলে পোস্টটি শেয়ার করে দিয়ে সকলকে নতুন ট্রেনের টাইম জানার সুযোগ করে দিন।