বাড়িতে কন্যা সন্তান থাকলেই পাবেন স্কলারশিপ! দেখে নিন নতুন প্রকল্পের সব তথ্য

Published on:

Kanya Scholarship 2025

অমিত সরকার, কলকাতা: বর্তমান ভারতবর্ষের নারীদের উন্নয়নের জন্য রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার কিন্তু নানারকম চিন্তা ভাবনা করে এবং তাদের স্বাধীন উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে। আর সেই রকমই রাজ্য সরকার একটি প্রকল্প চালু করেছে নারীদের জন্য তা হল শিক্ষাবৃত্তি প্রকল্প, এটি মূলত একমাত্র কন্যা সন্তানদের জন্যই তৈরি। তবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মেয়েরা যাতে শুধুমাত্র আর্থিক পরিস্থিতির কারণে নিজেদের পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হয়। তবে এই প্রকল্পে কারা কারা সুবিধা পাবে এবং কত টাকা করে পাবে? বিস্তারিত জেনে নেওয়া যাক।

নতুন প্রকল্প

রাজ্য সরকারের তৈরি এই নতুন শিক্ষাবৃত্তির প্রকল্পের নাম – “একক কন্যা সন্তানের জন্য শিক্ষা উন্নয়ন বৃত্তি প্রকল্প।” এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পরিবার রয়েছে তারা বছরে ৫০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। যা মূলত বই, স্টেশনারি, কোচিং বা অন্যান্য শিক্ষাগত খরচা মেটাতে সাহায্য করবে।

কারা কারা পাবে বৃত্তি?

তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলেও সে সমস্ত ব্যক্তিদের কিন্তু বিভিন্ন রকম শর্ত পূরণ করতে হবে যেমন-

  • আবেদনকারীকে অবশ্যই উক্ত রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আর ছাত্রীটিকে অবশ্যই বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান হতে হবে অর্থাৎ পরিবারের কারো যেন কোনো ভাইবোন না থাকে।
  • একমাত্র ছাত্রীটিকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় ৬০% বা তার বেশি নম্বর পেতে হবে।
  • এবং ছাত্রীদেরকে অবশ্যই একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়াশুনা করতে হবে।
  • বিদ্যালয়ের মাসিক টিউশন ফি ১৫০০ টাকার কম হতে হবে।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। তবে এই স্কলারশিপের আবেদনের জন্য শিক্ষার্থীদের প্রথমে নিজের স্কুলের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন স্কুলের মাধ্যমেই হবে। এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর সব তথ্য মধ্যপ্রদেশ শিক্ষা পোর্টালে আপলোড করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

এক্ষেত্রে ছাত্রীদের যে সমস্ত নথিপত্র লাগবে যেমন জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, রেশন কার্ড, বসবাসের শংসাপত্র, দশম বা একাদশ শ্রেণীর মার্কশিট, ব্যাংক পাস বইয়ের কপি, এবং ভোটার আইডি কার্ড।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।