Kotak Suraksha Scholarship: আবারো পশ্চিমবঙ্গের পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে সুখবর। এবার আবার নতুন করে শুরু হলো কটক সুরক্ষা স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে যারা পড়াশোনা করবে তাদের টাকার দরকার হলে অনেক সুবিধা পাবেন। রাজ্যের অনেক ছেলে মেয়ে আছে যারা টাকা পয়সার অভাবে পড়াশোনা করার সুযোগ পায় না এবার তাদের পাশে দাঁড়ালো কোটাক গ্রুপ। রাজ্যের পড়ুয়াদের তারা বার্ষিক এক লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি দেবে বলে জানিয়েছেন। কারা কারা এই স্কলারশিপ পাবে? কত টাকা করে পাবে? কিভাবে আবেদন করতে হবে? এই সমস্ত একাধিক বিষয়ে জানতে হলে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।
কোটাক সুরক্ষা স্কলারশিপ (Kotak Suraksha Scholarship)
বিভিন্ন স্কলারশিপ গুলির মধ্যে এই কোটাক সুরক্ষা স্কলারশিপটি হল আরেকটি বিশেষ স্কলারশিপ। এর আগেও বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার তরফ থেকে পড়ুয়াদের একাধিক স্কলারশিপের মাধ্যমে সাহায্য করেছে। তবে একটি কথা মাথা রাখা দরকার এই কটক সুরক্ষা স্কলারশিপ শিপে কিন্তু সকলে টাকা পাবে না। তাহলে প্রশ্ন হল কারা কারা পাবে? এবং টাকা পেতে গেলে কি কি করতে হবে? এ সমস্ত বিষয়ে জানতে হলে আমাদের প্রতিবেদনটি পড়ুন।
কোটাক স্কলারশিপ কারা কারা পাবে?
এই স্কিম কিন্তু চালু হয়েছে দুস্থ পড়ুয়াদের সাহায্যের জন্য। তবে এই ক্রিমের আওতায় কিন্তু সব পড়ুয়ারা সাহায্য পাবে না। এই স্কলারশিপটি বিভিন্ন বেসরকারি স্কলারশিপ গুলির মধ্যে বেশ জনপ্রিয়। কোটাক সিকিউরিটি লিমিটেড এর পক্ষ থেকে স্কলারশিপ দেওয়া হয় প্রতিবছর। স্কুল স্তরে নবম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং কলেজের স্নাতক ডিগ্রি উত্তীর্ণ পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়।
এই স্কলারশীপে পড়ুয়ারা কত টাকা করে পাবে?
এবছর সম্পত্তি এই কোটাক সুরক্ষা স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যারা যারা যোগ্য তারা এখানে আবেদন করতে পারবে। স্কলারশিপ এর মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বার্ষিক ৫০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে। এছাড়া যারা স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হয়েছে সে সমস্ত পড়ুয়াদের ১ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ স্কলারশিপ দেওয়া হয়।
কোটাক্ষ সুরক্ষা স্কলারশিপ পাবার কিছু শর্ত
১. এ স্কলারশিপ পেতে হলে অবশ্যই ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণী অথবা স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
২. পরীক্ষার্থীদের আগে ক্লাসের পরীক্ষায় অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
৩. পরীক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ২০ হাজার টাকার নিচে হতে হবে।
৪. Kotak Securities Ltd এর কর্মীদের ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে না।
৫. কেবলমাত্র শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা এ স্কলারশিপের টাকা পাবে।
Kotak Suraksha Scholarship এ আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে?
- শিক্ষার্থীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড।
- শিক্ষার্থীর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
- একটি ইনকাম সার্টিফিকেট।
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
- শিক্ষার্থীর রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।
- তুন ক্লাসে ভর্তি রশিদ।
- ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
- সময় বিশেষে এই আবেদন করার আগে আপনাদের আরো প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন হতে পারে। তাই আপনারা ভালো করে জেনে নেবেন তারপরে আবেদন করবেন।
আরও পড়ুন: ANM GNM Admission 2024: নার্সিং কোর্সে ভর্তি শুরু, দেখে নিন কিভাবে আবেদন করবেন
কোটাক সুরক্ষা স্কলার্শিপ এ কিভাবে আবেদন করবেন?
- সবার প্রথমে আপনাকে www.buddy4study.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।
- নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে Kotak Suraksha Scholarship Program ২০২৪-২৫ এ ক্লিক করতে হবে।
- এরপর Start Application এ ক্লিক করে আবেদন করতে হবে।
- এপ্লিকেশনে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনটি পূরণ করার পরে Save And Next করে পরের পেজে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবার Save And Next করে Terms and Condition সেকশনে গিয়ে Accept বাটনে ক্লিক করে Preview বাটনে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশন যাচাই করে নিয়ে ফাইনালি Submit বাটনে প্রেস করতে হবে।
- এপ্লিকেশন হয়ে যাওয়ার পরে নিজের অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট করে নিতে হবে।
ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।