মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা অনেক উপকৃত হয়েছে। বর্তমানে শোনা যাচ্ছে এই লক্ষ্মীভান্ডার প্রকল্পে এক নতুন নিয়ম জারি করেছে সরকার। কি সেই নতুন নিয়ম তা নিয়ে আজকের এই প্রতিবেদনটি, তো আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম
২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পর এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে প্রথমদিকে প্রতিটি মহিলাদের শ্রেণী অনুযায়ী প্রতি মাসে ৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু পরবর্তী সময়ে এই প্রকল্পের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার এই প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেয়। যা বর্তমানে মহিলাদের ১,০০০ টাকা থেকে ১,২০০ টাকা করে দেওয়া হয়।
তবে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য একটি নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার। আসলে বর্তমান সময়ে আমরা সকলেই জানি আরজিকরের ঘটনার কথা। আর এই আর জি করের ঘটনাকে কেন্দ্র করে বাংলা তথা বিভিন্ন দেশের মানুষ উত্তেজিত হয়ে রয়েছে আর ঠিক এই সময় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নাম থাকা বিভিন্ন মহিলাদের ওপর নতুন ধরনের নিয়ম চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যে সমস্ত মহিলাদের নিজেদের ব্যাংক একাউন্টের সঙ্গে নিজেদের আধার কার্ডের লিঙ্ক করা নেই তাদের জন্য এই খবরটি এসেছে।
আরও পড়ুন: কৃষক বন্ধুদের ফসলের ক্ষতিপূরনের টাকা দিবে রাজ্য সরকার, কারা পাবেন দেখুন
আসলে লক্ষ্মী ভান্ডারের টাকা প্রতি মাসে সরাসরি প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া হয়। আর যে সমস্ত মহিলাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা নেই তারা এরপর থেকে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না।
আসলে সরকার লেনদেনের স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই নিয়ম চালু করেছে। আবার মনে করা হচ্ছে যে সাধারণ মানুষটা যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকারের নতুন নিয়ম চালু করেছে। তো যে সমস্ত মহিলাদের এখনো পর্যন্ত নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা নেই শীঘ্রই আধার কার্ডের লিংকটা করে নিন নইলে কিন্তু আপনিও লক্ষ্মীভান্ডারের টাকা পাবেন না।
সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।