কিছুদিনের মধ্যেই আবার নতুন করে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। যে সমস্ত মহিলারা তাদের নাম লক্ষীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত করেছিলেন কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে গিয়েছে তারা এবার নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। লক্ষীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন এই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে হলে দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিসে গিয়ে কাগজপত্র অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। বাড়ির পার্শ্ববর্তী এলাকায় যেখানে দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখান থেকে ফর্ম নিয়ে তা পূর্ণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে যুক্ত করে সেই ক্যাম্পে জমা করতে হবে আবেদনকারীদের। অনেক সময় দেখা যায় যে কাগজপত্র জমা দেওয়ার পরেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম ওঠেনা আবার অনেকেরই নাম ওঠার পরেও কোন কারণে সেই নাম ক্যান্সেল হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আবেদনকারীদের পুনরায় লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য কাগজপত্র জমা করতে হবে।
লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য কাগজপাতি জমা দেওয়ার কিছুদিন পরে মোবাইলে একটি মেসেজ আসবে। সেই মেসেজ আসার পরবর্তী মাস থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট, আবারো বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা
কিভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন
লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হলে socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর Lakshmir Bhandar Portal এর নীচে দেখতে পাবেন লিখা রয়েছে Track Applicant Status. সেখানে ক্লিক করতে হবে। এই Track Applicant Status এ ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে প্রথমে সার্চ করার জন্য সিলেক্ট করতে হবে যেমন Application ID/ Mobile Number/Aadhar Card Number/Swasthyasathi Card Number. যেকোনো একটি অপশন সিলেক্ট করার পর সেই নম্বরটি পাশের বক্সে লিখতে হবে এবং তার পরের বক্সে ক্যাপচা কোড দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তারপর স্ক্রল করে নীচের দিকে গিয়ে নিজের নাম এবং বেনিফিসারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবেন, সেখানে ক্লিক করার পর আপনি আপনার বর্তমান পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।
সুমি ডেইলি খবর বাংলার সহ-প্রতিষ্ঠাতা এবং একজন অভিজ্ঞ সংবাদ প্রণেতা। সংবাদ জগতে তার ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলি, রাজনীতি, এবং সরকারি প্রকল্পের উপর নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করতে সুমি বিশেষ পারদর্শী। তার কাজের প্রতি আন্তরিকতা এবং সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য।