বেতন বৃদ্ধি হতে পারে ৬৫,৮৪৪ টাকা! লেভেল ৬ কর্মীদের ভাগ্য খুলছে

Published on:

Salary Hike

অমিত সরকার, কলকাতা: প্রতিনিয়তই সপ্তম বেতন থেকে শুরু করে অষ্টম বেতন পে কমিশন নিয়ে নতুন নতুন আপডেট সামনে আসছে। আসলে কার কত টাকা বাড়বে? কবে DA /DR বৃদ্ধি পাবে ইত্যাদি বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে। তবে কেন্দ্রের মোদি সরকার এই বছরের শুরুতে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়ে দিয়েছেন।

যার প্যানেল সদস্যের নাম এখনো ঘোষণা করেনি তবে শীঘ্রই সরকার কমিশনের নাম ঘোষণা করবে। অনেকের মনে করছেন যে সরকার আগামী মাসে অষ্টম বেতন কমিশন প্যানেলের চেয়ারম্যান ও আরো দুজন সদস্যের নাম ঘোষণা করতে পারে।। তবে একটি বিষয় খুব আলোচনা হচ্ছে যে লেভেল 6 এর কর্মীদের কত বেতন বাড়বে। এবার আমরা দেখে নেব লেভেল ৬ এর কর্মীদের বেতন আদৌ বাড়বে, নাকি বাড়বে না আর বাড়লে পরে কত টাকা বাড়বে।

অষ্টম বেতন পে কমিশন

মোদি সরকার এই বছরের শুরুতেই অষ্টম বেতন পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন। সপ্তম বেতন কমিশন প্যানেল তাদের প্রতিবেদন চূড়ান্ত করতে এক বছরেও বেশি সময় নিয়েছিল এমন পরিস্থিতিতে কর্মচারীরা অধীর আগ্রহে বসে রয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশনের প্যানেল সদস্যের নিয়োগের জন্য। তাছাড়া এবার বেতন বৃদ্ধির জন্য কতটা ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা উচিত তা ঘোষণা করা হবে। এইজন্যেই সমস্ত কর্মচারীরা অপেক্ষা করে বসে রয়েছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এবারে অষ্টম পেয়ে কমিশনে বেতন বৃদ্ধির জন্য ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা যেতে পারে।

কোন কর্মচারীরা লেভেল ৬ এর আওতায় আসেন?

কেন্দ্রীয় সরকারের অধীনে লেভেল ৬ বেতন কাঠামোর আন্ডারে আসেন সাধারণত কারিগরি বা তত্ত্বাবধানে ভূমিকায় পরিদর্শক, উপপরিদর্শক এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এর মত কর্মচারীরা।

আরও পড়ুন: Bird Flu নিয়ে সতর্কতা! তাহলে কি মুরগির মাংস খাওয়া বিপজ্জনক?

লেভেল ৬ কর্মচারীদের বেতন কত হবে?

সপ্তম বেতন কমিশনের অধীনে লেভেল ৬ এর কেন্দ্রীয় কর্মচারীরা ৩৫,৪০০ টাকা করে বেতন পেয়েছে এমন পরিস্থিতি নতুন বেতন কমিশনে ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়ন করলে লেভেল ৬ এর কর্মচারীদের বেতন ৬৫,৮৪৪ টাকা বৃদ্ধি পাবে। আর তারা প্রতি মাসে মোট ১,০১,২৪৪ টাকা করে পাবে।

সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন

যদি অষ্টম পে কমিশন লাঘু হয় তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতন প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা হবে। এছাড়া পেনশন ও নূন্যতম ৯০০০ টাকা থেকে বেড়ে ২৫,৭৪০ টাকা হবে।

তবে আমরা যদি সর্বোচ্চ বেতনের কথা ভাবি তাহলে সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের সর্বোচ্চ মূল বেতন ২,৫০,০০০ টাকা। এমত অবস্থায় যদি ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়ন করে, তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের সর্বোচ্চ বেতন প্রায় ৬,৪২,০০০ টাকা বেড়ে যাবে। এছাড়া চাকরিপ্রার্থীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনও বৃদ্ধি পাবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।