LIC-এর নতুন স্কিম! মাত্র একবার টাকা জমা করুন, সারা জীবন পেনশন পান

Published on:

LIC Pension Scheme

অমিত সরকার, নয়াদিল্লি: LIC তার গ্রাহকদের পেনশন সুবিধা দেওয়ার জন্য একটি স্ক্রিন শুরু করেছে। যা জনগণকে আর্থিক নিরাপত্তা প্রদান করবে। LIC-র এই পেনশন স্কিমটি একক প্রিমিয়াম প্ল্যান অর্থাৎ একবার টাকা জমা করতে হবে। তবে এক্ষেত্রে গ্রাহকরা একক এবং যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবে। এটি সারাজীবন পেনশনের সুবিধা দেয়, জয়েন্ট একাউন্টে মৃত্যুর পর অন্য ব্যক্তি সারা জীবন পেনশনের সুবিধা পেতে থাকবে। LIC-র এই পেনশন স্কিমটি মূলত অবসর গ্রহণের পরে পেনশন সুবিধা প্রদান করে এছাড়া তাৎক্ষণিক পেনশনেরও ব্যবস্থা রয়েছে।

পেনশন কখন তোলা যাবে?

যেকোনো ব্যক্তি এ পেনশন স্কিমের অধীনে সুবিধা পেতে পারেন। এক্ষেত্রে LIC-র এই পেনশন স্কিমের মাধ্যমে পলিসি হোল্ডাররা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক, বা বার্ষিক ভিত্তিতেও পেনশন নিতে পারে। এক্ষেত্রে পলিসি হোল্ডারদের পরে এই স্ক্রিমের সুবিধা মনোনীতদের দেওয়া হবে।

LIC স্মার্ট পেনশন স্কিমের বৈশিষ্ট্য

আসলে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন এই ক্রিমটি চালু করেছে যাতে করে অবসর গ্রহণের পরেও তারা নিয়মিত আয় পেতে পারে তার নিশ্চিত করার জন্য। তবে এই স্কীমে একবারই প্রিমিয়াম দিতে হবে তারপর সারা জীবন পেনশন পেতে থাকবেন। এক্ষেত্রে একক এবং যৌথ বার্ষিক উভয় বিকল্প বেছে নেওয়া যেতে পারে। এছাড়া এই স্কীমে আংশিক বা সম্পূর্ণ টাকা তুলে নেওয়ার বিকল্প বেছে নিতে পারে।

আরো পড়ুন: স্বাস্থ্য বীমা খাতে প্রবেশ করতে চলেছে LIC, আসছে বড় চমক!

এটি কোথায় কিনতে পারেন?

আপনি LIC র ওয়েবসাইট অনলাইন বা অফলাইন LIC এজেন্ট, POSP লাইফ ইন্সুরেন্স এবং কমন পাবলিক সার্ভিস সেন্টার এর মাধ্যমে অনলাইনে LIC র স্মার্ট পেনশন প্ল্যান কিনতে পারেন।

কত টাকা বিনিয়োগ করতে হবে?

যে সমস্ত ব্যক্তিরা অবসর গ্রহণের পরেও নিয়মিত আয় পেতে চান তাদের বিনিয়োগের কথা বললে আপনাকে কমপক্ষে ১০০০০০  টাকা বিনিয়োগ করতে হবে। স্বামী এবং স্ত্রী একটি জয়েন্ট একাউন্ট খুলতে পারেন, পেনশন স্কিম এর সুবিধা পেতে পারেন। এক্ষেত্রে কিন্তু পেনশন পেতে গেলে পুরো প্রিমিয়াম একবারেই জমা করতে হবে। তবে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। প্রার্থীরা তাদের বিনিয়োগের উপর ভিত্তি করেই পেনশন সুবিধা পাবে।

কারা কারা এই স্কিমের সুবিধা পাবে?

এই স্কিমের অধীনে ১৮ বছর থেকে ১০০ বছর বয়সীরা বিনিয়োগ করতে পারে। কোন কারনে পলিসি হোল্ডার যদি মারা যায় তাহলে নমিনিকে পেনশনের টাকা দেওয়া হবে। পলিসি শুরু হওয়ার তিন মাস পরে ঋণের সুবিধা দেওয়া হয়।

আরো পড়ুন: স্টেশনে প্রবেশের নতুন নিয়ম চালু! আত্মীয়দের প্রবেশে কড়াকড়ি

ন্যূনতম পেনশনের পরিমাণ

এক্ষেত্রে কোন ব্যক্তি যদি প্রতি মাসে পেনশন পেতে চায় তাহলে কমপক্ষে ১০০০ টাকা, প্রতি ৩ মাসে পেনশন পেতে চাইলে ৩০০০ টাকা, আর যদি প্রতি ৬ মাসে পেনশন পেতে চান তবে ৬,০০০ টাকা এবং প্রতি বছর পেনশন পেতে চাইলে সর্বনিম্ন ১২০০০ টাকা পেনশন নিতে পারেন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।