বজ্রপাতের সময় এই ৬টি কাজ একদম করবেন না! বিপদ ডেকে আনতে পারে

Published on:

lightning safety

অমিত সরকার, কলকাতা: গরম পড়তেই রাজ্যে শুরু হয়েছে দফায় দফায় কালবৈশাখী, সঙ্গে বজ্রপাতের তাণ্ডব। প্রতি বছরই বর্ষা কিংবা গ্রীষ্মকালে বজ্রপাতের কারণে প্রাণহানির মতো ঘটনা সামনে আসে। তাই সময় থাকতে সাবধান হওয়া দরকার। বজ্রপাতের সময় কিছু কাজ একেবারেই করা উচিত নয়, কারণ এই কাজগুলি করলে প্রাণ সংশয়ের আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, সতর্ক থাকলে বজ্রপাতজনিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। দেখে নিন, কোন কোন কাজ বজ্রপাতের সময় এড়িয়ে চলা উচিত।

বজ্রপাতের সময় কী করবেন না

  1. বজ্রপাতের সময় স্নান করা, হাত-মুখ ধোওয়া বা রান্না-বান্নার মতো জল সংক্রান্ত কাজ একেবারেই করা উচিত নয়। কারণ জল খুব ভালো বিদ্যুৎ পরিবাহী। বজ্রপাত ঘনিয়ে এলে তৎক্ষণাৎ এই ধরনের কাজ বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নিন।
  2. ঘরের জানলা বা দরজার ধাতব অংশে বজ্রাঘাত হওয়ার আশঙ্কা থাকে। তাই ঝড়-বৃষ্টির সময় জানলা-দরজা থেকে দূরে থাকুন এবং সম্ভব হলে ঘরের মধ্যে নিরাপদ স্থানে থাকুন।
  3. বজ্রপাতের সময় টিভি, ডেস্কটপ কম্পিউটার বা চার্জিংয়ে থাকা যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকুন। এগুলির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
  4. ল্যান্ডফোন বা তারযুক্ত ফোন বজ্রপাতের সময় ব্যবহার করা বিপজ্জনক। তবে মোবাইল ফোন বা কর্ডলেস ফোন নিরাপদ, যদি না সেটা চার্জে দেওয়া থাকে।
  5. বজ্রপাতের সময় বাড়ির ধাতব কল, রেলিং, পাইপ বা লোহার বস্তু স্পর্শ করা বিপজ্জনক। এগুলির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে।
  6. যদি বজ্রপাতের সময় আপনি সুইমিং পুল বা পুকুরে স্নান বা সাঁতার কাটেন, সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসুন। জল বজ্রপাতের সময় প্রাণঘাতী হতে পারে।

প্রাকৃতিক দুর্যোগ এড়ানো যায় না, তবে কিছু সতর্কতা মেনে চললে ক্ষয়ক্ষতি অনেকটাই রোখা যায়। বজ্রপাতের সময় আত্মরক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই মৌসুমে সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।