সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। ইদানিং শোনা যাচ্ছে অনেকেরই রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করা নেই অথবা রেশন কার্ডের E-Kyc করা নেই। তবে সবার মনে হতেই পারে এর আগেই যখন আধার লিঙ্ক করার আপডেট চলছিল তখন কিন্তু আমরা সবাই আধার লিঙ্ক করেছিলাম কিন্তু বর্তমানে আবার নাকি নতুন করে আধার লিঙ্ক অথবা E-Kyc করতে হবে। আপনি যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অথবা E-Kyc না করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনি নানা রকম সমস্যায় পরতে পারেন এমনকি আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে।
গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে সকলকে রেশন কার্ডের E-Kyc করতে হবে। আপনি যদি আপনার রেশন কার্ডের E-Kyc না করেন তাহলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু এমনও দেখা যাচ্ছে যে তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে অথচ E-Kyc করা নেই আবার অনেকেই দেখা যাচ্ছে আধার লিঙ্গ করতে হবে এবং সঙ্গে E-Kyc করতে হবে। মোটকথা আপনারা চেক করে দেখবেন যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং E-Kyc আপডেট করা আছে কিনা। এক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বরের লিঙ্ক করা থাকে তাহলে আপনারা বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকে খুব সহজেই E-KYC করে নিতে পারবেন। কিভাবে বুঝবেন আপনার রেশন কার্ডে E-Kyc করা আছে কিনা? আর E-Kyc করা না থাকলে কিভাবে আপনি এই E-KYC করবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
আপনারা এটা মনে করবেন না যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আছে মানে E-Kyc করা আছে। আপনার আধার লিঙ্ক করা থাকলেও E-KYC করতে হবে যদি E-Kyc করা না থাকে। তাহলে এবার দেখে নেব কেমন করে জানবো যে রেশন কার্ডের কার্ডের E-Kyc করা আছে কিনা।
রেশন কার্ডে E-Kyc Status Check
- সবার প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে food.wb.gov.in লিখে সার্চ করতে পারেন অথবা গুগলে গিয়ে Wb food লিখে সার্চ করতে পারেন।
- সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করতে হবে।
- তারপর আপনি সেই অফিশিয়াল ওয়েবসাইটের ভেতরে গিয়ে স্ক্রল করে নীচের দিকে যেতে হবে। নীচের দিকে একটি অপশন দেখতে পাবেন VERIFY RATION CARD, এটিতে ক্লিক করতে হবে।
- তারপর আবার একটি নতুন পেজ খুলবে সেখানে রেশন কার্ড নম্বর এবং ক্যাপচা কোড লিখে SEARCH অপশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর আবার এটি নতুন পেজ ওপেন হবে সেখানে একটি ডিটেলসে স্ট্যাটাস থাকবে। সেই স্ট্যাটাসটি নীল কালার অথবা সবুজ কালারের হতে পারে। সেই স্ট্যাটাসের নীচের দিকে আধার লিঙ্ক এবং E-Kyc ডিটেলস লেখা থাকবে। যদি আপনার আধার লিঙ্ক এবং E-Kyc করা থাকে তাহলে Yes লেখা থাকবে আর যদি না করা থাকে তাহলে No লিখা থাকবে। আবার অনেকের আধার লিঙ্কের ওখানে Yes লেখা থাকতে পারে এবং E-Kyc এর ওখানে No লিখা থাকতে পারে তাহলে তাদের শুধুমাত্র E-Kyc করতে হবে। এইভাবে আপনি আপনার কার্ডের আধার লিঙ্ক এবং E-Kyc করা আছে কিনা তা জানতে পারবেন।
আরও পড়ুন: পুজোর আগে ফের বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা! সত্যিই কী বাড়রে?
আধার-রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতি
- সবার প্রথমে এই প্রতিবেদনের নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করতে হবে।
- তারপর আপনার রেশন কার্ড নম্বর প্রদান করতে হবে।
- তারপর আপনার আধার কার্ড নম্বর প্রদান করতে হবে।
- আধার কার্ড নম্বর প্রদান করার পর আপনার মোবাইল ফোনে OTP আসবে।
- OTP আসার পর আপনাকে OTP ৬ অঙ্ক নম্বর প্রদান করতে হবে।
- তারপর সাবমিট করলেই আপনার আধার-রেশন কার্ড লিঙ্ক সম্পূর্ণ হবে।
আধার-রেশন কার্ড লিঙ্ক | Click Hare |