ভারতের রাজ্য পশু ও পাখি তালিকা PDF | List of State Animals and Birds

List of State Animals and Birds

ভারতে অবস্থিত বিভিন্ন রাজ্যের রাজ্য পাখি ও পশুর নামের তালিকা তৈরি করে দেওয়া রয়েছে। প্রতিটি দেশের যেমন জাতীয় পশু এবং পাখি থাকে তেমনি ভারতের বিভিন্ন রাজ্যেরও নির্দিষ্ট রাজ্য পশু ও পাখি রয়েছে। এই টপিক থেকে কুইজ এবং সাধারণ জ্ঞান হিসেবে নানা রকম প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় তাই সকলেরই এই টপিক সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি দেখে নিতে পারো অথবা প্রতিবেদনের নিচে দেওয়া তালিকার পিডিএফ লিংক থেকে সরাসরি ক্লিক করে PDF টি সংগ্রহ করতে পারো।

ভারতের রাজ্য পশু ও পাখি তালিকা PDF

রাজ্য পাখিপশু
পশ্চিমবঙ্গসাদাবুক মাছরাঙামেছো বিড়াল
অন্ধ্রপ্রদেশনীলকণ্ঠ পাখিকৃষ্ণসার
আসামবাদি হাঁসভারতীয় গণ্ডার
মণিপুরকাঠমৌরসাঙ্গাই হরিণ
বিহারচড়ুইগৌর
ছত্তিশগড়পাতি ময়নাবুনো মোষ
ওড়িশানীলকণ্ঠ পাখিসম্বর হরিণ
গোয়াপাইকনোনোটাসগৌর
গুজরাটফ্লেমিঙ্গোএশিয় সিংহ
হরিয়ানাকালো তিতিরকৃষ্ণসার
হিমাচল প্রদেশব্লাইদের ট্রাগোপ্যানতুষার চিতা
উত্তরপ্রদেশসারসবারশিঙ্গা
উত্তরাখণ্ডহিমালয়ের মোনালআলপাইন কস্তুরীমৃগ
ত্রিপুরাসবুজ রাজকীয় পায়রাচশমাপরা হনুমান
অরুণাচল প্রদেশগ্রেট হর্নবিলগয়াল
দিল্লীচড়ুইনীলগাই
পুদুচেরিকোয়েলকাঠবিড়ালী
লাক্ষাদ্বীপসুটি টার্নপ্রজাপতি মাছ
কর্ণাটকনীলকণ্ঠ পাখিভারতীয় হাতি
রাজস্থানগ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডউট
তামিলনাড়ুসবুজ ঘুঘুনীলগিরি বনছাগল
মেঘালয়পাতি ময়নামেঘলা চিতা
মধ্যপ্রদেশশাহ বুলবুলবারশিঙ্গা
মহারাষ্ট্রসবুজ ঘুঘুভারতীয় বৃহৎ কাঠবিড়ালী
কেরলরাজ ধনেশভারতীয় হাতি
ঝাড়খণ্ডকোয়েলভারতীয় হাতি
নাগাল্যান্ডব্লাইদের ট্রাগোপ্যানগয়াল
সিকিমরক্তমৌরলাল পাণ্ডা
পাঞ্জাবঘোষোককৃষ্ণসার

PDF File

PDF NameList of State Animals and Birds
LanguageBengali
Size168 KB
No. of Pages03
PDF Download LinkDownload

আরও পড়ুন: বিখ্যাত কার্টুন চরিত্র ও তাদের স্রষ্টা তালিকা PDF

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট