ভারতের রাজ্য ও রাজধানীর নাম তালিকা PDF | List of States and Capitals of India

List of States and Capitals of India

এই প্রতিবেদনে ভারতের রাজ্য ও রাজধানী নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকার মধ্যে ভারতের সমস্ত রাজ্যের নাম এবং সমস্ত রাজ্যের রাজধানীর নামের একটি সুন্দর তালিকা করে দেওয়া রয়েছে। এই টপিক সাধারণ জ্ঞান হিসেবে এছাড়া বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। সুতরাং সকলকেই কিন্তু নিজের দেশের সম্পর্কে এই জ্ঞানটুকু থাকা প্রয়োজন। তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমরা এই সুন্দর তালিকাটি তৈরি করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে তালিকাটি দেখে নিতে পারো অথবা পরবর্তী সময়ে পড়ার জন্য সে তালিকাটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারো। তালিকা PDF লিঙ্ক তৈরি করে এর প্রতিবেদনের নীচে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা খুব সহজেই PDF টি ডাউনলোড করে সংগ্রহ করতে পারো।

ভারতের রাজ্য ও রাজধানীর নাম

রাজ্যরাজধানী
পশ্চিমবঙ্গকলকাতা
আসামদিসপুর
ত্রিপুরাআগরতলা
ঝাড়খণ্ডরাঁচি
বিহারপাটনা
মণিপুরইম্ফল
পাঞ্জাবচণ্ডীগড়
রাজস্থানজয়পুর
অরুণাচল প্রদেশইটানগর
তামিলনাড়ুচেন্নাই
অন্ধ্রপ্রদেশঅমরাবতী
গোয়াপানাজি
ছত্তিশগড়রায়পুর
কেরালাতিরুবন্তপুরম
গুজরাটগান্ধীনগর
হরিয়ানাচণ্ডীগড়
হিমাচল প্রদেশশিমলা
মিজোরামআইজল
কর্ণাটকবেঙ্গালুরু
তেলেঙ্গানাহায়দ্রাবাদ
মধ্যপ্রদেশভোপাল
নাগাল্যান্ডকোহিমা
মহারাষ্ট্রমুম্বাই
মেঘালয়শিলং
উত্তরপ্রদেশলখনউ
ওড়িশাভুবনেশ্বর
সিকিমগ্যাংটক
উত্তরাখণ্ডগাইরসান (গ্রীষ্মকালীন), দেরাদুন (শীতকালীন)

PDF File

PDF NameList of States and Capitals of India
LanguageBengali
Size160 KB
No. of Pages02
PDF Download LinkDownload

আরও পড়ুন: ভারতের রাজ্য পশু ও পাখি তালিকা PDF

শেয়ার করুন

শেয়ার করুন

সর্বশেষ আপডেট