জানা যাচ্ছে নতুন বছরে শুরুতে আবারো নাকি LPG গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর করা হবে। তবে এর আগেই ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের বৃদ্ধি লক্ষ্য করা গেছে যা বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলগুলিতে প্রভাব ফেলেছে।
বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম
জানা গিয়েছে ডিসেম্বরে নাকি বাণিজ্যিক সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন শহরে গড়ে ১৬ টাকা ৫০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। এই বাণিজ্য গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট গুলিতে খাবারের দামও বৃদ্ধি পেয়েছে।
- কলকাতা : ১৯২৭/- টাকা (আগে ছিল ১৯১১.৫০ টাকা)
- দিল্লি : ১৮১৮.৫০/- টাকা (আগে ছিল ১৮০২ টাকা)
- মুম্বাই: ১৭৭১/- টাকা (আগে ছিল ১৭৫৪.৫০ টাকা)
- চেন্নাই : ১৯৮০.৫০ টাকা (আগে ছিল ১৯৬৪.৫০ টাকা)
LPG গ্যাস সিলিন্ডারের দাম
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেলেও 14 কেজি LPG গ্যাস সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। আগস্ট মাসের শেষ বার এই LPG গ্যাস সিলিন্ডারের এর দাম বেড়েছিল। এই LPG গ্যাস সিলিন্ডারের দাম খুব একটা না বাড়ার ফলে সাধারণ গ্রাহকদের খরচে তেমন কোন পরিবর্তন আসেনি।
- কলকাতায় ৮২৯/- টাকা
- দিল্লি ৮০৩/- টাকা
- মুম্বাই ৮০২.৫০/- টাকা
- চেন্নাই ৮১৮.৫০/- টাকা
উজ্জ্বলা যোজনার সুবিধা
কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা ভর্তুকি সহ গার্হস্থ্য গ্যাস পান। এর ফলে তাদের গ্যাস কিনতে খুব একটা অসুবিধা হয় না। তবে অন্যান্য সাধারণ গ্রাহকদের উচ্চ দামে এই LPG সিলিন্ডার গ্যাস কিনতে হয়। আসলে এই গ্যাসের দাম সাধারণত নির্ধারণ করা হয় প্রতিমাসের শুরুতে আন্তর্জাতিক বাজারের মুদ্রাস্ফীতি এবং গ্যাসের চাহিদার উপর ভিত্তি করে।
উৎসবের মরশুমে
আসলে ডিসেম্বর এবং জানুয়ারি মাস হল উৎসবের মাস। তাই এই সময়ে রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেলে খাওয়া-দাওয়া অনেকটা বেড়ে যায়। বাণিজ্য গ্যাসের দাম বৃদ্ধি পকেটে চাপ ফেলবে এটাই বলা যায়। তবে গার্হস্থ LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। তবে শোনা যাচ্ছে জানুয়ারি মাসের শুরুতেই নাকি নতুন দামের ঘোষণা আসতে পারে যা নিয়ে চিন্তিত সকলে।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।