অমিত সরকার, কলকাতা: প্রত্যেক বছরের মতো এ বছরেও অর্থাৎ 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে। এখন ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন রেজাল্টের জন্য। তবে এরই মধ্যে হঠাৎ করেই একটি খবর ছড়িয়ে পড়েছে, সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এবার নাকি বাতিল হতে পড়ে বোর্ড পরীক্ষার উত্তরপত্র। পুনরায় নাকি ছাত্রছাত্রীদের আবার নতুন করে পরীক্ষা দিতে হতে পারে, এমনই খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই তথ্যের পিছনে কতটা সত্যতা রয়েছে তা এখনো জানা যায়নি। তবে এসেই সত্যতা নিয়ে আজকে আমরা আলোচনা করব।
সোশ্যাল মিডিয়ায় কি ভাইরাল হয়েছে?
সম্প্রতি দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া একটি ছবি ভাইরাল হয়েছে এখানে লেখা রয়েছে 2025 সালের মাধ্যমিক বাতিল করা হবে এবং ছাত্রছাত্রীদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এর পাশাপাশি আরো বলা হয়েছে যে পরীক্ষার খাতা দেখাও বন্ধ করে দিয়েছেন শিক্ষকরা।
ভাইরাল পোস্ট কি সত্যি?
পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে এই ভাইরাল করা ছবিটি কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা অর্থাৎ ভুয়ো। সেই খবরটা যে ভুয়ো সেটা কিন্তু সেই ছবির ফ্রন্ট ও ভাষা ব্যবহার করার ব্যাপারটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ কোন সংবাদ মাধ্যম সেই রকম ফ্রন্ট বা ভাষার ব্যবহার করে না। এছাড়া পর্ষদের পক্ষ থেকে এখনো পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে তার অফিসিয়াল ঘোষণা করেনি আর এর মধ্যেই নতুন করে পরীক্ষা হবে আর খাতা বাতিল হবে এর কোন প্রশ্নই উঠে না। এটা সম্পূর্ণভাবে মিথ্যা খবর।
আরো পড়ুন: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? জেনে নিন সম্ভাব্য তারিখ ও দেরির কারণ
এসএসসি মামলার প্রভাব
পশ্চিমবঙ্গে এসএসসি মামলার কারণে আদেশ অনুযায়ী ২০১৬ সালের চাকরি পাত্র প্রাপ্ত ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী চাকরি চলে যায়। আর তাদের চাকরি যাওয়ার কারণে রাজ্যের বহু স্কুলে দেখা দিয়েছে শিক্ষক-শিক্ষিকার অভাব। কোথাও কোথাও স্কুলে শিক্ষক প্রায় শূন্য হয়ে গিয়েছে দুই একজন মিলে গোটা স্কুল পরিচালনা করতে হচ্ছে। এমন পরিস্থিতি জানা যায় যে যারা চাকরি হারিয়েছেন তারা আর খাতা দেখতে চাইছেন না এমনকি কিছু কিছু জন নাকি খাতা বোর্ডের কাছে ফিরিয়েও দিচ্ছেন। আর এই কারণেই সেই পরীক্ষা গুলির ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।