মহাকুম্ভে ভাইরাল ৭ ফুট লম্বা পেশিবহুল ‘মাস্কুলার বাবা’, নজর কাড়লেন ভিনদেশি সাধু

Published on:

atma prem giri maharaj

অমিত সরকার, প্রয়াগরাজ: প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। এই কুম্ভ মেলায় প্রতিদিন সারাদেশের প্রান্ত থেকে উপস্থিত হচ্ছেন ভক্তরা এছাড়াও ভিড় জমছে বিদেশি দর্শনার্থীদেরও। এইটাই একমাত্র মেলা যেখানে দেখা গেছে বিভিন্ন ধরনের সাধুর। তবে ভারতীয় সাধুদের ভিড়ে নজর কেড়েছেন এক বিদেশী সাধু, তার নাম “আত্মাপ্রেম গিরি মহারাজ”। বর্তমানে তার ছবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকরা সেই বাবার নতুন নাম দিয়েছে “মাস্কুলার বাবা”।

মাস্কুলার বাবার বিবরণ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাবার উচ্চতা সাত ফুট। দেখতেও বেশ সুন্দর। চোখের মনির রং নীলাভ। একমুখ সাদা দাড়ি। পরনে গেরুয়া বস্ত্র, আর সারা গায়ে অসংখ্য রুদ্রাক্ষের মালা। এই বাবাকে দেখতে এখন মহা কুম্ভে ভিড় জমেছে ভক্তদের। আসলে ভারতীয় সাধারণ সাধুদের থেকে তার চেহারা অনেকটাই আলাদা, তাই সকলের কৌতুহল বাড়ছে।

atma prem giri

এই বাবা কোথাকার?

জানা গেছে এই মাস্কুলার বাবা বা আত্মা প্রেম গিরি মহারাজ আসলে রাশিয়ার বাসিন্দা। তিনি সেখানকার একজন শিক্ষক ছিলেন। তিনি আস্তে আস্তে ক্রমশ হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং পরে চাকরি ছেড়ে আধ্যাত্মিকতার পথ বেছে নেন। তিনি এই আধ্যাত্মিকতার পথে আসেন ৩০ বছর আগে। জুনা আখড়ার সদস্য আত্মা প্রেম গিরি মহারাজ এখন নেপালে থাকেন, হিন্দু ধর্মের প্রচার করেন।

এই সাধুরই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। অনেকেই কেউ কেউ ভগবান পরশুরামের পুনর্জন্ম হয়েছে বলেও মনে করছেন। হিন্দু ধর্মে বিশ্বাসে ভগবান পরশুরামকে বিষ্ণুর অবতার বলে মান্য করা হয়। তবে আত্মা প্রেমগিরি মহারাজের নামে ইনস্টাগ্রামে একটি পেজ রয়েছে। সেখানে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করা হয়, বিদেশী ভাষায় ধর্মপ্রচারও করেন তিনি। তবে শুধুমাত্র যে এই সাধুবাবাই ভাইরাল হয়েছে এমনটা তা নয়, মহাকুম্ভে একাধিক সাধু ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

আসলে ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রয়াগরাজের মহাকুম্ভ, তা চলবে ফেব্রুয়ারির ২৬ তারিখ পর্যন্ত। সেখানে চলছে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান। তাই সমস্ত সাধু সন্ন্যাসীদের দেখা মিলছে এই মহাকুম্ভে। তবে এখানে এই আত্মাপ্রেম গিরি মহারাজ বাদেও আইটিআই থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ে আধ্যাত্মিক জীবনের পথে আসা অভয় সিং থেকে শুরু করে মাথায় পাখি নিয়ে ঘুরে বেড়ানো কবুতর বাবা সহ আরো অনেক সাধুই ভাইরাল হয়েছে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।