গ্রুপ C ও D চাকরিহারাদের জন্য মমতার নতুন প্রকল্প, মাসিক অনুদান ঘোষণা

Published on:

Mamata Banerjee

অমিত সরকার, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন হাজার হাজার গ্রুপ C ও গ্রুপ D কর্মী। যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের অনেকে বর্তমানে বেতনবিহীন অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এবার সেই সমস্ত চাকরি হারা কর্মীদের পাশে দাঁড়াল রাজ্য সরকার।

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম”-এর মাধ্যমে গ্রুপ C ও D কর্মীদের মাসিক অনুদান দেওয়া হবে। গ্রুপ C কর্মীরা প্রতি মাসে ₹২৫,০০০ এবং গ্রুপ D কর্মীরা ₹২০,০০০ করে অনুদান পাবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য

মুখ্যমন্ত্রী বলেন:

“আমরা বলেছিলাম গ্রুপ C ও D কর্মীদের কথা চিন্তা করা হবে। কারণ তাঁরা এখন বেতন পাচ্ছেন না, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। মামলাটি বিচারাধীন, আদালতের নির্দেশ মেনে নেওয়া হবে। কিন্তু ততদিনে তাঁদের পরিবার চলবে কীভাবে? সেই কারণেই এই প্রকল্প চালু করা হয়েছে।”

তিনি আরও বলেন,

“আমরা এই সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে নিয়েছি। এই প্রকল্প কার্যকর হবে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে, এবং যতদিন না মামলা নিষ্পত্তি হচ্ছে, ততদিন এই অনুদান প্রদান করা হবে।”

প্রকল্পের নাম ও প্রশাসনিক দায়িত্ব

এই প্রকল্পটির নাম রাখা হয়েছে “West Bengal Livelihood and Social Security Scheme”, যা রাজ্যের শ্রম বিভাগের অধীনে পরিচালিত হবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে বড় আপডেট! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য নতুন নিয়ম

অতিরিক্ত প্রেক্ষাপট

  • এর আগেও মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে এই মাসিক অনুদানের কথা বলেছিলেন।
  • অনেকে তখন আরও ₹৫,০০০ টাকা বাড়ানোর দাবি জানালেও এখন সরকার নির্ধারিত অঙ্কেই এই স্কিম চালু করেছে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।