অমিত সরকার, কলকাতা: আজ সোমবার আরজিকর কাণ্ডের রায় শুনানি হয়েছে। সেই রায়ে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই কথা শোনা মাত্রই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কান্ডের রায় শুনে ফের একবার ছাওয়াল করলেন তিনি। তিনি আরো বলেন, তিনি দোষীর ফাঁসি চেয়েছিলেন। কি করে জানিনা, আমাদের হাতে কেসটা থাকলে অনেক আগে ফাঁসির অর্ডার করে দিতাম।
তিনি আরো প্রশ্ন করেন যে, ফাঁসি দিল না কেন ফাঁসি দিলে খুশি হতাম নর পিশাচদের কঠোর সাজা হওয়া উচিত।এই কেসটি অত্যন্ত সিরিয়াস, এই কেসে আমাদের ফাঁসির দাবি ছিল।
তবে রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন যে আদালতের বিচারের রায় নিয়ে আমি কিছু বলবো না। আমাদের হাতে থাকলে অনেক দিন আগেই ফাঁসির অর্ডার করে দিতাম। জানিনা কিভাবে লড়াই করেছেন আইনজীবীরা, তবে ফাঁসি হলে আমি অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।
তবে এই দিন সঞ্জয় রায়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ তথ্য ও প্রমাণিত হলে আদালতের পক্ষ থেকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস এবং সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যদি জরিমানার অর্থ না দিতে পারে তাহলে আরো চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শেয়ালদহ আদালত।
তবে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফাঁসির পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেন রাজ্য পুলিশ তিনটি ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট করে দেখিয়েছে। তবে কর দাতাদের টাকায় জেলে রাখার অর্থ হয় না। সঞ্জয় রায় এর মতন ক্রিমিনালদের বিরুদ্ধে করা শাস্তিই প্রয়োজন ছিল।