কলকাতা দখলের হুঁশিয়ারি: ‘ললিপপ নিয়ে বসে থাকব না’, মমতার হালনাগাদ প্রতিক্রিয়া

Updated on:

mamata banerjee statement on bangladesh issue

বাংলাদেশ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার বিধানসভায় বলেন যারা বলেছেন বাংলা বিহার দখল করবেন তাদের বলছি ভালো থাকবেন। আপনাদের অত হিম্মত নেই। আমরা ললিপপ নিয়ে বসে থাকবো না। আমরা যথেষ্ট সক্রিয়, আমরা সবাই সবাইকে রক্ষা করব।

অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে এই কথা বলার কারণ কি। আসলে সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে চার দিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নেবে। নিজেকে বাংলাদেশ আর্মির প্রাক্তন মেজর বলে দাবি করে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ আরো এক ধাপ এগিয়ে বলেন যুদ্ধের জন্য তারা নাকি পুরোপুরিভাবে প্রস্তুত। এমনকি তারা এমনও দাবি করে আসছে তারা এমন সব উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তাদের সামনে নাকি ভারত দাঁড়াতেই পারবে না। তবে সোশ্যাল মিডিয়ায় এসব খবর নিয়ে হাসির রোল উঠেছে।

তবে মুখ্যমন্ত্রী বিধানসভায় বাংলাদেশ নিয়ে সকলকে সংযুক্ত মন্তব্য করার অনুরোধ করেন। তিনি আরো বলেন কেউ এমন কিছু যেন না করে যাতে হিংসা বাড়ে, সকলে সংযত আচরণ করুন। একই সঙ্গে দিন আরো একবার মমতা বুঝিয়ে দেন যে কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনেই এগোবে রাজ্য কারণ এটা একেবারেই পররাষ্ট্রনীতির মধ্যে পড়ে। হাসিনা সরকার পতনের পর সোমবার দিল্লি ঢাকার প্রথম বৈঠক ইতিমধ্যে বাংলাদেশের পৌছে গেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বর্তমান পরিস্থিতিতে সকলেই সেই দিকে তাকিয়ে। এটাই দেখার পালা কি হয় সেই বৈঠকে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।