কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভারতীয় সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে মন্তব্য করায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণে শুক্রবার তৃণমূল কংগ্রেসের সংসদরা সংসদ ভবনের সামনে আম্বেদকর মূর্তির নীচে প্রতিবাদ দেখিয়েছেন। তেমনি আম্বেদকর কে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে এবার রাজ্য জুড়ে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।
প্রতিবাদ মিছিল
জানা যাচ্ছে সোমবার ২৩শে ডিসেম্বর দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভা তে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল বের করবে তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষে নেতৃত্বে তরফ থেকে সমস্ত জেলা ও শহর নেতৃত্বের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
মমতার বক্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজ মাধ্যমে বলেছেন, ‘এটি কেবলমাত্র বাবা সাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদন্ডের উপর আঘাত এবং আমাদের দলীয় ও আদিবাসী ভাই-বোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।’ আর অমিত শাহের এই মন্তব্যকে সামনে রেখে এই বিজেপিকেউ করা ভাষায় আক্রমণ করেছেন তিনি। তিনি আরো বলেছেন সংবিধান বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত ভেঙে চলেছে যতদিন যাচ্ছে তত তাদের দলীয় বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে।
গত মঙ্গলবার রাজ্যসভায় অমিত শাহের এই মন্তব্য নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে চর্চা। অমিত শাহ সংবিধানের ৭৫ বছর নিয়ে আলোচনার শেষে জবাবি ভাষণে বলেছেন যে এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো। আর ঠিক এই মন্তব্যের কারণেই শুক্রবার একটি মিছিল করেছে ইন্ডিয়া জোটের সদস্যরাও।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।