বিনামূল্যে মানুষকে স্বাস্থ্যসেবা দেবে মমতা সরকার! বসবে এলাকায় এলাকায় ক্যাম্প

Amit Sarkar

Published on:

Mamata government will provide free healthcare to people

বর্তমান তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা অভিষেক ব্যানার্জি তার লোকসভা নির্বাচনে এলাকা ডায়মন্ড হারবারে সেবাশ্রয়” নামে একটি নতুন স্বাস্থ্য উদ্যোগ চালু করেছেন। এই স্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে সাধারণ মানুষদের সরাসরি চিকিৎসা দেওয়া হবে। শুধু তো চিকিৎসা দেওয়া হবে তাই নয় সরাসরি বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মানুষদের চিকিৎসা দেওয়া হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো এলাকার 23 লক্ষেরও বেশি বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা। তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির নির্বাচনের সাথে সম্পর্কিত নয়, এটি একটি জনগণের সেবা করার জন্য দীর্ঘমেয়াদী প্রচেষ্টা।

কোথায় এবং কতদিন চলবে এই উদ্যোগ?

জানা গিয়েছে সেবাশ্রয় প্রকল্পে প্রায় ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। সাধারণত দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার নির্বাচনী এলাকার ৭১ টি গ্রাম পঞ্চায়েত এবং ৯৩ টি ওয়ার্ডে এই স্বাস্থ্য শিবির গুলি অনুষ্ঠিত হবে। এই উদ্যোগে জড়িত থাকবেন প্রায় ১২০০ থেকে ১৪০০ জন ডাক্তার। প্রতিটি ক্যাম্পে ছয় হাজার থেকে সাত হাজার মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব হবে। এরফলে বাসিন্দারা তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারবে।

ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবির গুলিতে পরিষেবার মধ্যে থাকছে চিকিৎসা পরীক্ষা, রোগ নির্ণয় পরীক্ষা, বিনামূল্যে ওষুধ। এছাড়া ইসিজি, রক্তচাপ পরীক্ষা এবং ডায়াবেটিস, ম্যালেরিয়া, ডেঙ্গু পরীক্ষার মতন সাধারণ পরিষেবা গুলো থাকবে। ডায়মন্ড হারবারে প্রথম ৪০টি শিবির থেকে শুরু হবে। এরপর ফলতা, বিষ্ণুপুর, মেটিয়াব্রুজ, সাতগাছিয়া, বাজার এবং মহেশতলার মতো অন্যান্য এলাকা গুলিতে এই শিবিরের আয়োজন করা হবে। এছাড়া যে সমস্ত রোগীগুলো গুরুতর অবস্থায় থাকবে তাদেরকে ১২ টি মনোনীত হাসপাতাল গুলির মধ্যে যে কোন একটিতে রেফার করা হবে।

বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প কবে থেকে শুরু হবে?

অভিষেক ব্যানার্জি স্পষ্ট করে বলেছেন যে এই উদ্যোগ রাজনীতির জন্য নয় বরঞ্চ জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য। তিনি রাজনৈতিক পটভূমি সমস্ত মানুষকে স্বাস্থ্য শিবিরের অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। তিনি প্রকল্পটি সম্ভব করে তোলার জন্য ডাক্তার, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে তিনি নিজে ব্যক্তিগতভাবে এর অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। তিনি আরো বলেছেন যে স্বাস্থ্য সেবা সকলের মৌলিক অধিকার তাই সকলকে যোগ দিতে।

পরবর্তী ক্যাম্প কোথায় হবে?

ডায়মন্ড হারবারে যেহেতু প্রথম ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়ে গেছে এরপর পরবর্তী ক্যাম্প ১২ই জানুয়ারি থেকে ২১ শে জানুয়ারি পর্যন্ত চলবে ফলতা বিধানসভা এলাকায়। তিনি এই সভা গুলি মূলত ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনী এলাকার সকল বাসিন্দার জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার জন্যই করেছেন।