Mandhan Yojana: ৩০০০ টাকা পাবেন প্রতি মাসে, মোদি সরকার এনেছে এই স্কিম

এই প্রধানমন্ত্রীর শ্রমযোগী মানধন যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। অনেকেই এই প্রকল্পের কথা জানেনা।এই প্রকল্পটি চালু করা হয়েছে মূলত অসংগঠিত শ্রমিকদের অবসর জীবনের কথা ভেবে। তো কি এই যোজনা? কারা কারা উপকৃত হবেন? এইসব বিষয় নিয়ে আলোচনা করব আপনার সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

Mandhan Yojana আসলে কী?

কেন্দ্র সরকার দ্বারা নির্মিত এই যোজনার নাম হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই যোজনার মাধ্যমে মূলত মানুষ টাকা জমিয়ে নিজেদের ৬০ বছর বয়স হওয়ার পর সেই টাকা পেনশন হিসেবে ফেরত পায়। এই যোজনার মূল উদ্দেশ্য হলো অসংগঠিত শ্রমিক যেমন ফুটপাতের বিক্রেতা, রিক্সাচালক, নির্মাণ শ্রমিক সহ আর অন্যান্য কাজ করা শ্রমিকদের অবসর কালে যেন কোন কষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখেই এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে ব্যক্তি মাসে মাত্র ২০০ টাকা করে জমিয়ে অবসরের পরের বছরে ৩৬ হাজার টাকা করে পাবে। এই যোজনার official website অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় ৪৪ লক্ষ মানুষ এই স্কিমে আবেদন করেছে।

কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে?

  • এই প্রকল্পের জন্য সে ব্যক্তিকে অবশ্যই যে কোন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে।
  • এক্ষেত্রে এই প্রকল্পে যোগদানকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছর এর মধ্যে হতে হবে।
  • এই প্রকল্পের যোগদান কারীর মাসিক আয় ১৫ হাজার টাকা বা তার কম হতে হবে।
  • এক্ষেত্রে প্রার্থী আধার কার্ড, সেভিংস ব্যাংক একাউন্ট/ IFSC সহ জনধন একাউন্ট থাকতে হবে।
  • তবে এই প্রকল্পের নাম লেখানোর পর থেকে কিন্তু সুবিধাভোগীদের প্রতি মাসে টাকা বিনিয়োগ করে যেতে হবে ৬০ বছর বয়স পর্যন্ত।

কত টাকা বিনিয়োগে কত টাকা দেয়?

প্রধানমন্ত্রীর শ্রম যোগী মানধণ যোজনার মাধ্যমে ব্যক্তিদের ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হয়। এক্ষেত্রে ব্যক্তিদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। যদি কোন ব্যক্তি ৪০ বছর বয়সেই এই যোজনায় টাকা জমাতে শুরু করে তাহলে কিন্তু তাকে ২০০ টাকা করে জমা করতে হবে। তবেই সে নিজের ৬০ বছর পূর্ণ হওয়ার পর, মাসে ৩০০০ টাকা করে পেনশন হিসেবে পাবে। এর মধ্যে যদি সংশ্লিষ্ট শ্রমিকের মৃত্যু ঘটে তাহলে তার জীবনসঙ্গী সেই পেনশনের ৫০ শতাংশ টাকা পেনশন হিসেবে পাবেন।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: