আর Pay Commission জন্য অপেক্ষা নয়। এবার থেকে দক্ষতার ভিত্তিতে কর্মীদের বাড়বে বেতন বিশেষ ঘোষণা করলেন মোদি সরকার। মোট কথা সরকারি কর্মীদের কাজের উপরে নজর রাখবে মোদি। দক্ষতার ভিত্তিতে তাদের বেতন বাড়ানো হবে। তিনি ঘোষণা করেছেন অষ্টম পে কমিশন নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাই ওই কমিশনের জন্য আর অপেক্ষার প্রয়োজন নেই সকলের এবার বেতন বাড়বে দক্ষতার উপর ভিত্তি করে।
গত কয়েক মাস ধরে অষ্টম পে কমিশনের দাবিতে সবর হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই নিয়ে সংসদের উচ্চকক্ষ রাজ্য সভায় প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
পঙ্কজ চৌধুরীর বক্তব্য
পঙ্কজ চৌধুরী বলেন এখনও বেতন কমিশন তৈরির কোন পরিকল্পনা করছে না সরকার এরপর ওই কর্মচারীদের দক্ষতা ও মুদ্রাস্ফীতির সুযোগ এর উপর নির্ভর করে বেতন বৃদ্ধির জল্পনা শুরু হয়। তবে এই কথা প্রকাশ না করলেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই দিকেই হাঁটতে চলেছে সরকার। আরো জানান যে কিভাবে বেতন পে কমিশনকে তুলে দিয়ে কর্মচারীদের স্বার্থ রক্ষা করা যায় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে। তবে নতুন এই পদ্ধতি বেতন কমিশনের পরিপূরক হতে পারবে কিনা তা নিয়ে আর্থিক বিশ্লেষকদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে।
নানান মন্তব্য
দক্ষতার ভিত্তিতে বেতন বাড়ার প্রসঙ্গে নানা রকম মন্তব্য দেখা গিয়েছে। অনেকেই বলছেন যে একাংশের মূলত পরিষেবা ক্ষেত্রে সরকারি কর্মচারীদের কাজ করতে হয়। তাদের যোগ্যতা এবং দক্ষতা নিয়ে আনেক সময়ে আমজনতার অভিযোগ থাকে। এছাড়া সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও রয়েছে মানুষের মধ্যে। তাই অনেকের চেষ্টা ভাবছেন যে বেতন বৃদ্ধির নতুন এই ব্যবস্থা চালু হলে সরকারি কর্মীরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।
আবার অনেকে বলছে যে বেতন কমিশন সাধারণত ১০ বছর অন্তর বসে, এই পদ্ধতি চালু হলে বেতন বৃদ্ধির জন্য কর্মচারীদের দীর্ঘ অপেক্ষা করারও প্রয়োজন হবে না। নতুন ব্যবস্থা চালু হলে এই দুই সমস্যা পুরোপুরি মিলে যাবে। যেমন উচ্চ মেধা সম্পন্ন যোগ্য কর্মীরা সঠিক পথ পাবেন। এবং সাধারণ মানুষেরাও সঠিক পরিষেবা পাবে।
অপরদিকে এই প্রসঙ্গে আর্থিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ব্যবস্থা চালু হলে বেসরকারি সংস্থার কর্মী এবং সরকারি কর্মীদের মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে। তবে সব মিলিয়ে চলছে এই বিষয় নিয়ে জল্পনা। এই নতুন পদ্ধতিতে বেতন বাড়বে বলে মনে করছেন সকলেই। যদি এই পদ্ধতি চালু হয় তাহলে আর সরকারি কর্মীদের অপেক্ষা করতে হবে না ভালো কাজ করলেই প্রতিবছর বাড়বে বেতন। তবে এই সমস্ত কথা সবটাই গুঞ্জন, নতুন বছরে এমনই পথে হাঁটতে চলেছে সরকার। এখনো পর্যন্ত মেলেনি কোন সঠিক খবর। সবাই নতুন বছরের অপেক্ষায় বসে রয়েছে যে সরকার ঠিক কি সিদ্ধান্ত নিবে।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।