অমিত সরকার, নয়াদিল্লি: সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে জানিয়েছেন, “সন্ত্রাসবাদকে আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন, “পরমাণু ব্ল্যাকমেল আর সহ্য করবে না ভারত।”
এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই, মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান। রাজনৈতিক এবং কূটনৈতিক মহলের মতে, তাঁর এই সফরের পিছনে লুকিয়ে রয়েছে কৌশলগত বার্তা।
আদমপুর সফরের তাৎপর্য
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী কার্যত পাকিস্তানের একটি দাবিকে খণ্ডন করলেন। সম্প্রতি পাকিস্তান দাবি করেছিল, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম — বিশেষ করে S-400 ‘সুদর্শন চক্র’ এবং আদমপুর বেস ক্ষতিগ্রস্ত হয়েছে। মোদীর আদমপুর সফর এবং S-400-এর সামনে দাঁড়িয়ে ছবি তোলার মাধ্যমে এই দাবি যে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত, তা প্রমাণ করতে চেয়েছেন তিনি।
জওয়ানদের সঙ্গে মোদীর ছবি
এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে দেখা করতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন:
“মঙ্গলবার সকালে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলাম। সেখানে আমাদের সাহসী জওয়ানদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। পাকিস্তানের বিরুদ্ধে কাজ করে চলা এই বীরদের সঙ্গে সাক্ষাৎ আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। আমাদের সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ।”
কৌশলগত বার্তা
এই সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী একদিকে যেমন দেশের সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিয়েছেন, অন্যদিকে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছেন যে ভারত এখন আর কূটনৈতিক নরম বার্তায় সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে, ভারত প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত।
আরও পড়ুন: ১০ লক্ষ টাকার মাথার দাম! বিহারে গ্রেপ্তার কুখ্যাত খলিস্তানি জঙ্গি