মোদী ও জিনপিংয়ের সম্পর্ক নিয়ে নতুন রহস্য! কী জানালেন প্রধানমন্ত্রী?

Amit Sarkar

Published on:

PM Modi Xi Jinping

আমরা শুরু থেকে রেখে আসছি যে ভারত ও চীনের মধ্যে নানারকম সমস্যা। অমীমাংসিত সীমান্ত সমস্যা হোক বা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক লেনদেন সম্পর্কের চড়াই চড়াই উতরাই দেখেছে ভারত। তবে অনেকেই জানে না যে এই দুই দেশের দুই রাষ্ট্র প্রধানের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। এবার দেখে নেব কি এমন বিশেষ বন্ধন রয়েছে নরেন্দ্র মোদী এবং শি জিনপিংযের মধ্যে।

মোদী ও জিনপিংয়ের বিশেষ সম্পর্ক

প্রধানমন্ত্রী নিজে তাদের সম্পর্কের বন্ধন নিয়ে আলোচনা করেছেন। আসলে ভারতে পা দিয়ে গুজরাটের ভডনগরের যে গ্রামে চীনা দার্শনিক হিউয়েন সাং থেকেছিলেন সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যখন 2014 সালের প্রথম দেশের প্রধানমন্ত্রী পদে বসেন তখন মোদিকে ফোন করে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেই কথা মনে করে মোদি বলেন ফোনে আমায় শুভেচ্ছা জানানোর পরই ভারত সফরে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।

তিনি আরো জানিয়েছেন যে গুজরাটের ভডনগরে আমার গ্রামে থাকতে চান তিনি। প্রথমটায় প্রধানমন্ত্রী অবাক হয়েছিলেন কিন্তু পরে জিনপিং জানান যে, ভারতে আসার পর ওই গ্রামে থাকতেন হিউএন সাঙ। আর ভারত থেকে যখন তিনি চিনে ফিরে গিয়ে যে গ্রামে থাকতে শুরু করেন সেটিই হল জিনপিং এর জন্মস্থান। ফলে আমাদের দুজনের মধ্যে হিউএন সাঙকে কেন্দ্র করে বিশেষ একটি সম্পর্ক রয়েছে।

মোদি আরো বলেন যে জীবন দশায় যখন হিউএন সাঙ ভারত এসেছিল তখন আমার গ্রামে থেকে ছিল আবার যখন চিনে তিনি ফিরে চলে যান তখন তিনি সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন জিনপিংয়ের গ্রামে। এইজন্যই আমরা মনে করি আমাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এবং হিউএন সাঙ এর মাধ্যমে আমাদের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে।