মুকেশ আম্বানির নতুন চমক! আসছে Jio Coin, কীভাবে কাজ করবে এই ডিজিটাল মুদ্রা?

Published on:

Jio Coin

সুমি রায়, কলকাতা: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির নেতৃত্বে বাজারে আবারও আসতে চলেছে ডিজিটাল মুদ্রা। আসলে মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি Jio Coin নিয়ে ডিজিটাল জগতে প্রবেশ করেছে। যা মূলত নতুন ডিজিটাল মুদ্রা প্রযুক্তি ও আর্থিক জগতে আলোড়ন সৃষ্টি করছে। তবে এখনো পর্যন্ত কিন্তু রিলায়েন্স সেই কয়েন সম্পর্কে বেশি তথ্য শেয়ার করেনি। তবে এটি কিভাবে কাজ করে, এর মূল্য এবং এটি কিভাবে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে সকলের মনে আগ্রহ বাড়ছে।

Jio Coin কী?

Jio Coin হল একটি ব্লকচেইন-ভিত্তিক রিওয়ার্ড টোকেন, এটি রিলায়েন্স জিও দ্বারা জিও প্লাটফর্ম এর মাধ্যমে পলিগন ল্যাবসের সহযোগিতায় চালু করা হয়েছে। এই কয়েন তৈরির কারণ হলো ওয়েব3 এবং ব্লকচেইন প্রযুক্তিকে ভারতীয় বাজারে একীভূত করা, যা একটি উল্লেখযোগ্য ডিজিটাল রূপান্তর আনতে পারে।

কিভাবে কাজ করে এটি?

জিও কয়েন মূলত একটি রিওয়ার্ড টোকেন। বিভিন্ন জিও অ্যাপ এর সঙ্গে যুক্ত ভারতীয় ব্যবহারকারীরা জিও কয়েন উপার্জন করতে পারেন। আর জিও কয়েন উপার্জনের প্রাথমিক উপায় হল জিওস্ফিয়ার ব্রাউজার ব্যবহার করা।

আর এই জিওস্ফিয়ার ব্রাউজার ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজ করার জন্য জিও কয়েন দিয়ে পুরস্কৃত করবে, এমন একটি ইকো সিস্টেম তৈরি করবে যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেট কার্যকলাপের জন্য উৎসাহী হবে। তবে এই সিস্টেমটা কিন্তু শুধুমাত্র ভারতীয় মোবাইল নম্বর ধারী ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ।

এই কয়েন কিভাবে ব্যবহার করা যাবে?

এই কয়েন মূলত রিলায়েন্স ডিজিটাল ইকো সিস্টেম এর মধ্যে বিভিন্ন পরিষেবার জন্য ব্যবহার করা যেতে পারে। যেমন –

  • মোবাইল রিচার্জ- যেকোনো ব্যক্তির জিও কয়েন ব্যবহার করে নিজের জিও মোবাইল নম্বর রিচার্জ করতে পারবে।
  • কেনাকাটা- জিও কয়েন ব্যবহার করে JioMart বা Reliance Retail Stores- এ কেনাকাটা করতে পারবে।
  • এক্সক্লুসিভ ডিসকাউন্ট- জিও করেন ব্যবহার করে রিলায়েন্স গ্যাস স্টেশন, জিও সিনেমা এবং রিলায়েন্স নেটওয়ার্কের মধ্যে অন্যান্য পরিষেবা গুলিতে ছাড় পাবেন।

Jio Coin দিয়ে উপার্জন করার উপায়

বর্তমানে জিও কয়েন সরাসরি কেনা যাবে না। এর পরিবর্তে এটি শুধু JioSphere ব্রাউজারের মাধ্যমে উপার্জন করা যাবে। জিও কয়েন উপার্জন করার উপায় –

  • JioSphere ব্রাউজার ডাউনলোড- এটি এন্ড্রয়েড এবং ios উভয় ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ।
  • নিজের জিও নম্বর দিয়ে সাইন আপ করুন।
  • তারপর একজন ব্যক্তি যত বেশি JioSphere ব্যবহার করবে ততবেশি জিও কয়েন উপার্জন করবে।

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।