নাবার্ডে অফিসার নিয়োগ, মাসিক বেতন ১ লাখ টাকা

By Indrani Sarkar

Published on:

Nabard Recruitment

সম্প্রতি ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তি অনুযায়ী এবারে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ডিসেম্বর মাসের ২১ তারিখ থেকে আর কিছুদিনই এই আবেদন প্রক্রিয়া চলবে। তো যত তাড়াতাড়ি পারো তোমরা আবেদন প্রক্রিয়া করে নিতে পারো।

পদের নাম ও শুন্য পদ সংখ্যা

এক্ষেত্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে যার মধ্যে হলো বিজনেস এনালিস্ট, ডাটা সাইন্টিস্ট, সিনিয়র বিজনেস এনালিস্ট, প্রজেক্ট ম্যানেজার সহ আরো বিভিন্ন পদ। তবে এক্ষেত্রে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১০ টি।

বয়স সীমা

এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম ২৪ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে যেহেতু এখানে বিভিন্ন পদ অনুযায়ী কর্মী নিয়োগ হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু প্রার্থীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স পরিবর্তিত হতে পারে। তাই সমস্ত প্রার্থীদের বলবো আবেদনের আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে নিয়ে তবে আবেদন করবেন।

শিক্ষাগত যোগ্যতা

একাধিক পদে নিয়োগের জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন। এক্ষেত্রে প্রার্থীদের গ্রাজুয়েশন ডিগ্রী /মাস্টার ডিগ্রী/B.E/B.Tech /MCA/M.Tech ডিগ্রী করা থাকতে হবে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা জানতে অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

মাসিক বেতন

এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম বেতন ৫০,০০০ টাকা থেকে শুরু হবে। এছাড়া বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন সীমা নির্ধারণ করা হয়েছে। কর্মী হিসেবে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে সর্বোচ্চ ২,৫০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বেতনের পাশাপাশি চাকরিপ্রার্থীরা বিভিন্ন রকম সরকারি সুযোগ-সুবিধা পাবে।

আবেদনের সময়

এক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ হল ২১/১২/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ৫/১/২০২৫।

আবেদন মূল্য

Gen, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮৫০ টাকা করে দিতে হবে। এছাড়া SC, ST, PwBD ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১৫০ টাকা করে দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবার প্রথমে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যদি প্রার্থী যোগ্য হয়ে থাকে তাহলে তারা এপ্লাই লিঙ্ক খুঁজে সেখানে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করতে পারবে। প্রথমে প্রার্থীদের আবেদন পত্র পূরণ করে সমস্ত ডকুমেন্টের ফটোকপি আপলোড করে নির্ধারিত মূল্য প্রদান করে সাবমিট করতে হবে। সঠিক তারিখ ও সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

তবে প্রার্থীদের কিন্তু এক্ষেত্রে দু বছরের চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। যদি সংস্থার প্রয়োজন হয় তাহলে সে চুক্তি আরও এক বছর বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

Official NotificationDownload
Apply OnlineClick Here
Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।