NEET UG Answer Key 2024: প্রকাশিত হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) NEET UG Answer Key 2024। অফিসিয়াল ওয়েবসাইটে answer key প্রকাশিত হয়েছে। এই answer key থেকে ছাত্রছাত্রীরা দেখে নিতে পারবে তাদের পরীক্ষায় কেমন নম্বর আসতে চলেছে।
NEET UG Answer Key 2024
২০২৪ এ NEET UG পরীক্ষাটি নেওয়া হয়েছিল ৫ ই মে। এই পরীক্ষায় মোটামুটি অংশগ্রহণ করেছিল 24 লক্ষেরও বেশি শিক্ষার্থী। তারা সকলে এবার Answer Key দেখে নিজেদের রেজাল্ট সম্পর্কে ধারণা করতে পারবে। Answer Key দেখার জন্য অফিশিয়াল ওয়েবসাইট গুলি হলো neet.ntaonline.in and exams.nta.ac.in । Answer Key দেখার জন্য প্রয়োজন অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ। পরীক্ষার্থীরা যদি অফিশিয়াল ওয়েবসাইটটিতে Answer Key লিঙ্ক খুঁজে না পায় তাহলে এই প্রতিবেদনের নীচে আমরা সরাসরি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকেও Answer Key ডাউনলোড করে বা দেখে নিতে পারে।
আরও পড়ুন: NSDL Scholarship 2024: এই স্কলারশিপে কারা কত টাকা করে পাবেন দেখে নিন?
কিভাবে NEET অস্থায়ী উত্তর কি দেখবেন?
- সবার প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর NEET UG অপশন এ ক্লিক করতে হবে।
- নতুন পেজ ওপেন হলে আপনাকে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
- তারপর সেখানে NEET UG Answer Key লিংক খুঁজে ক্লিক করতে হবে।
- তারপর আপনাদের সামনে PDF আকারে Answer Key দেখা যাবে।
- তারপর আপনি সেই PDF ডাউনলোড করতে পারেন অথবা দেখে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
NEET UG Answer Key All Sets 2024 | Download Here |
কৌশিকের সংবাদ জগতে চার বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি শিক্ষা বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। কৌশিক সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।