NET Exam Date: কবে নেওয়া হবে নেট পরীক্ষা? UGC-NET বাতিল নিয়ে শিক্ষামন্ত্রকের বড় বার্তা

By Indrani Sarkar

Updated on:

NET Exam Date

UGC NET পরীক্ষা বাতিল হতে চলেছে। আসলে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, বিশেষ করে এই কারণেই UGC-NET বাতিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বুধবার এই নির্দেশ জারি হওয়ার পর বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছেন তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর কাছে বিষয়টি হস্তান্তর করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

১৮ই জুন ন্যাশনাল টেস্টিং এজেন্সী (NTA) পরিচালিত UGC NET পরীক্ষায় ৯ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া ইনপুট এর উপর ভিত্তি করে শেষ মুহূর্তের পরীক্ষার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রণালয়। তবে এও জানিয়েছেন শীঘ্রই পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। বিষয়টি দেখছেন সিবিআই। রাজধানী দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে এদিন শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ বলেছিলেন প্রাথমিকভাবে সরকার মনে করছে যে পরীক্ষায় আপোষ করা হয়েছে, তবে কোন অভিযোগ পাওয়া যায়নি কিন্তু এখনো পর্যন্ত এজেন্সিগুলি থেকে প্রাপ্ত তথ্য গুলি নির্দেশ করছে যে পরীক্ষায় অখণ্ডতার বিষয়ে সামঝোতা করা হয়েছে। তাই নিতে চলেছে কেন্দ্র এই পদক্ষেপ। তিনি আরো বলেছেন মন্ত্রণালয় অন্যায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা বোধ করবেন না, এই মুহূর্তে তদন্ত চলছে, প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।