PhonePe, Google Pay এবং অন্যান্য UPI অ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই পেমেন্ট অ্যাপের বাজার অংশীদারিত্ব সীমিত করার সময়সীমা নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে। যা এই সমস্ত অ্যাপ ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ খবর আসলে কি?
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UPI পেমেন্ট অ্যাপের বাজার অংশীদারিত্ব সীমিত করার সময়সীমা আরো দু বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ হল PhonePe, Google Pay এর মত প্ল্যাটফর্ম গুলির কাছে নতুন নিয়ম মেনে চলার জন্য আরো সময় রয়েছে। এই সময়সীমা মঙ্গলবারই জারি করা হয়েছে তবে নতুন সময়সীমা এখন ২০২৬ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত। তবে প্রথম এই নিয়মটি প্রস্তাবিত করা হয় 2020 সালে। আগেও এর সময়সীমা আরো দু’বার বাড়িয়েছিল, এবার নিয়ে তৃতীয়বারের মতো এটির সময়সীমা বাড়ানো হয়েছে।
সংস্থা ২০২০ সালে প্রথমবার বাজার শেয়ার ক্যাপ নিয়ম চালু করেছিল জাতীয় পেমেন্ট অ্যাপ খুব বেশি প্রভাবশালী না হয় তা নিশ্চিত করার জন্য। পেমেন্ট অ্যাপগুলোকে ৩০ শতাংশ মার্কেট ক্যাপের মধ্যে বেঁধে রাখা। ফলে যেকোনো একটি অ্যাপ একচেটিয়া ভাবে বাজার দখল করতে পারবে না প্রতিযোগিতা বজায় থাকবে। NPCI দ্বারা পরিচালিত UPI ব্যবহারকারীদের দ্রুত রিয়াল টাইম পেমেন্ট করার অনুমতি দেয়।
কোন অ্যাপ ৩০% সীমার মধ্যে রয়েছে কিনা তা কিভাবে জানা যাবে?
কোন অ্যাপ ৩০ সীমার মধ্যে রয়েছে কিনা তা জানা যাবে গত তিন মাসের ধারাবাহিকভাবে ইউপিআই তে প্রসেস হওয়া লেনদেনের মোট পরিমাণের ওপর ভিত্তি করে গণনা করে। তবে পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ফোনপে এর মার্কেট শেয়ার ৪৭.৮ শতাংশ, Google Pay এর মার্কেট শেয়ার ৩৭ শতাংশ। তবে এই দুটি অ্যাপ সমস্ত UPI লেনদেনের ৮০ শতাংশ বেশি পরিচালনা করে। ফলে মার্কেট শেয়ার ক্যাপ লাগু হলে পরিষেবার বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। লাখ লাখ ইউজারও অসুবিধায় পড়তে পারেন। সীমা অতিক্রমকারী অ্যাপগুলি নতুন গ্রাহক গ্রহণ করতে পারবে না, সেটা স্পষ্ট হয়ে যায়।
WhatsApp Pay
অপরদিকে NPCI WhatsApp Pay এর জন্য ইউপিআই ইউজারদের অন্তর্ভুক্ত করার সীমা তুলে দিয়েছে। তারা এখন ভারতের বাজারে পূর্ণমাত্রায় পরিষেবা দিতে পারবে। ব্যবহারকারীর সংখ্যার উপর কোন বিধি-নিষেধ ছাড়াই। প্রথমে সংস্থা ধীরে ধীরে তার ব্যবহারকারী সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়েছিল তখন। তবে এখন এই সীমা ছাড়াই কাজ করতে পারবে WhatsApp Pay।
UPI এর জনপ্রিয়তা
দিন দিন ইউপিআই এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ২০২৩ সালে লেনদেন ছিল ১১৮ বিলিয়ন। তবে ২০২৪ সালের সেই লেনদেনের সংখ্যা ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বর্তমানে এই লেনদেনের সংখ্যা ১৭২ বিলিয়নে পৌঁছেছে। দেশের ডিজিটাল অর্থনীতিতে ইউপিআই ক্রমশ জাঁকিয়ে বসছে।
এছাড়া নতুন সময়সীমা বাড়ানোর ফলে নতুন কোম্পানিগুলোকে বাজারে প্রবেশের সুযোগ দিবে এর ফলে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। বাজারে প্রতিযোগিতা যত বৃদ্ধি পাবে তার সাথে সাথে এর ফলে ব্যবহারকারীদের জন্য আরও ভালো পরিষেবা এবং আরো বিকল্প তৈরি হবে।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।