প্রকাশ্যে খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম মেনে দেওয়া হবে ভাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষমতার আসার পর থেকে একের পর এক প্রকল্প এবং ভাতা চালু করেছেন সাধারণ মানুষজনের জন্য। ছাত্র-ছাত্রী থেকে বৃদ্ধ কেউ বাদ পড়েনি এ সমস্ত ভাতা থেকে।
এক্ষেত্রে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষীর ভান্ডার প্রকল্প যেখানে সকলের সুবিধার জন্য প্রতি মাসে ১০০০ থেকে ১২০০ টাকা করে দিয়ে থাকেন মহিলাদের। এরকম আরো অনেক প্রকল্প রয়েছে যেখানে এককালীন টাকা দেওয়া হয়।
সমাজে নারীদের আর্থিকভাবে শক্তিশালী করার উদ্যোগেই মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৈরি করেছেন। যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ১০০০ টাকা এবং তপশিলি মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হয়। তবে এই বছর চলতি বছরের ডিসেম্বর মাস থেকে আরো পাঁচ লক্ষ ৭ হাজার মহিলাকে দেওয়া হচ্ছে এই ভাতা। তবে নাকি শোনা যাচ্ছে এবার বাতিল হল পুরনো কিছু একাউন্ট।
লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বেশ কিছু পরিবর্তন
সম্প্রতি শোনা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে সরকার। আর বেশ কয়েকটি নিয়ম না মানলে নতুন বছর থেকে মিলবে না লক্ষ্মীর ভান্ডার জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই নিয়ম গুলি হল
- যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবে।
- যে সমস্ত মহিলার সিঙ্গেল একাউন্ট থাকবে তাদেরকে এই লক্ষীর ভান্ডার দেওয়া হবে। আর কোন জয়েন্ট একাউন্টে টাকা যাবে না।
- আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে লক্ষীর ভান্ডার পাবেন না মহিলারা।
- যে সমস্ত মহিলারা চাকরি করেন কিংবা অন্য কোন সরকারি সুবিধা পায় তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে নতুন বছর থেকে।
- তপশিলি উপজাতির মহিলাদের সার্টিফিকেট জমা দিতে হবে তা না হলে মিলবে না লক্ষ্মী ভান্ডার।
উপরোক্ত এই সমস্ত বিষয়গুলি পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। যারা সরকারি সকল নিয়ম মানছেন তাদের লক্ষী ভাণ্ডার দেওয়া হবে, আর যারা নিয়ম মানছেন না তাদের ভাতা বন্ধ করা হতে পারে বলে খবর।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।