স্টেশনে প্রবেশের নতুন নিয়ম চালু! আত্মীয়দের প্রবেশে কড়াকড়ি

Published on:

Railway Station Entry New Rules

অমিত সরকার, নয়াদিল্লি: ভারতীয় রেলওয়ে স্টেশনের ভিড় কমানোর জন্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, জানা গেছে রেলস্টেশন গুলিতে বুম ব্যারিয়ার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। এর ফলে আত্মীয়স্বজনরা এবং বন্ধুবান্ধবদের কেউ সরাসরি স্টেশনে ছাড়তে যেতে পারবে না। এই কাজের মূল উদ্দেশ্য হলো স্টেশন গুলিতে ভিড় কমানো।

এই পরিবর্তনের কারণ?

আসলে রেলওয়ে কর্তৃপক্ষ মহামারীর পরে রেলওয়ের ভিড় কমানোর জন্য প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর চেষ্টা করেছিল যা ভালো করে কার্যকর হয়নি। তাই রেলওয়ে নতুন করে স্টেশনে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে যে সমস্ত স্টেশনে ভিড় বেশি সেই সমস্ত স্টেশনে একটি স্থাপন করা হবে। অর্থাৎ যদি কোন স্টেশনে ১৫ হাজারের বেশি দর্শনার্থী থাকে তাহলে সেখানে প্রবেশ নিয়ন্ত্রণের জন্যই একটি বুমা ব্যারিয়ার স্থাপন করা হবে।

আরো পড়ুন: ব্যাংকের সময়সূচীতে বড় পরিবর্তন! গ্রাহকদের জন্য কী সুবিধা আসছে? জানুন বিস্তারিত

বুম ব্যারিয়ার কিভাবে কাজ করবে?

এই বুম ব্যারিয়ার ব্যবস্থা শুধুমাত্র যাদের কাছে বৈধ টিকিট রাখবে তারাই স্টেশনে প্রবেশ করতে পারবে। অর্থাৎ টিকিটে একটি QR কোড রয়েছে এবং সেই টিকিটটি যখন সেই মেশিনের সামনে দেখাবে তখন তাদের গেট খোলা হবে। যা মনে করা হচ্ছে অতিরিক্ত ভিড় কমাতে সাহায্য করবে। আশা করা যাচ্ছে এই সিস্টেমগুলি স্টেশন গুলিকে উন্নত করবে।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।