NICL Kolkata Vacancy Notification: এনআইসিএল কলকাতা ​​নিয়োগ বিজ্ঞপ্তি 16 টি পদের জন্য প্রকাশিত হয়েছে

NICL Kolkata Vacancy Notification: ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কলকাতার পক্ষ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবে। প্রার্থীদের নিয়োগ দু বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে হবে। এবার দেখে নেব এক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, কতগুলো শূন্য পদ রয়েছে, যোগ্যতার কি লাগবে ইত্যাদি বিষয়।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিক পদে নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১৬ টি। ১৬ টি শূন্য পদ সংখ্যার মধ্যে জেনারেল ক্যাটাগরিদের জন্য রয়েছে ৮ টি শূন্য পদ, SC দের জন্য রয়েছে ২ টি শূন্য পদ, ST দের জন্য রয়েছে ১ টি শূন্য পদ, OBC ক্যাটাগরিদের জন্য রয়েছে ৪ টি শূন্য পদ, এবং PwBD ক্যাটেগরির প্রার্থীদের জন্য রয়েছে ১ টি শূন্য পদ।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদেরযে কোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন /পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী করা থাকতে হবে। এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি দের ৬০% নম্বর থাকতে হবে এবং এসসি, এসটি ক্যাটাগরির প্রার্থীদের ৫৫% নম্বর থাকতে হবে।

বয়স সীমা

এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে।

মাসিক বেতন

এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা করে দেওয়া হবে। এবং দ্বিতীয় বছর চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৪৫,০০০ টাকা করে দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি

সমস্ত যোগ্য প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে, তাদের নির্বাচন একই সাথে তাদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে করা হবে। ব্যক্তিগত সাক্ষাতের জন্য কোম্পানির ওয়েবসাইট অথবা ইমেইল এর মাধ্যমে জানানো হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ হলো ১৫/১০/২০২৪।

আরও পড়ুন: কেন্দ্রীয় ইলেকট্রনিক কর্পোরেশনে কর্মী নিয়োগ, শূন্য পদ সংখ্যা ৪৩৭ টি

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা নিজের যোগ্যতা নিশ্চিত করে আবেদনপত্র ডাউনলোড করে তারপর সম্পূর্ণ আবেদনগত একটি ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস একসঙ্গে যুক্ত করে একটি মুখবন্ধ কামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
ঠিকানা হল – The Chief Manager, Personnel Department, National Insurance Co Ltd, Head Office, Premises No. 18-0374, Plot No. CBD -81, New Town, Kolkata -700156. এছাড়াও আবেদনের আবেদনপত্র স্ক্যান কপি করেও পাঠাতে পারবেন HO.Pers@nic.co.in.

How To Apply NICL Kolkata Vacancy Notification
How To Apply NICL Kolkata Vacancy Notification

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিশিয়াল ওয়েবসাইটNICL
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছর ধরে সংবাদ জগতের সঙ্গে যুক্ত অমিত। তিনি চাকরির এবং পরীক্ষার রেজাল্ট বিষয়বস্তু খবর সম্পর্কিত তথ্য তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। অমিত সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: