ভারতের SUV বাজারে CNG চালিত গাড়ির চাহিদা ক্রমেই বাড়ছে। এই চাহিদার প্রেক্ষিতে জনপ্রিয় গাড়ি ব্র্যান্ড Nissan তাদের Magnite মডেলের CNG ভার্সন নিয়ে আসছে, যা আগামী ২০২৫ সালের মে মাসে বাজারে লঞ্চ হওয়ার কথা। Nissan Magnite CNG ভারতের বাজেট ও ফিচার উভয় দিক থেকেই প্রতিযোগিতামূলক বিকল্প হিসেবে আবির্ভূত হতে চলেছে।
Nissan Magnite CNG ইঞ্জিন ও পারফরম্যান্স
Nissan Magnite CNG ভার্সনে থাকবে ১.০ লিটার ন্যাচারালি এসপিরেটেড (NA) পেট্রোল ইঞ্জিন, যা CNG কিটের মাধ্যমে শক্তিশালী ও ইকোনোমিক্যাল মাইলেজ প্রদান করবে। এই ইঞ্জিন ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে, যা চালকের জন্য স্মুথ ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
CNG চালিত গাড়ি হওয়ায় এটি প্রতি কিলোগ্রামে প্রায় ১৮ থেকে ২২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে, যা বর্তমান বাজারের অন্যান্য CNG গাড়ির চেয়ে উন্নত। এর ফলে যাত্রী ও পরিবেশ দুই-ই উপকৃত হবে।
দাম ও ওয়ারেন্টি
Nissan Magnite CNG কিটের দাম আনুমানিক ₹৭৫,০০০ থেকে ₹৭৯,৫০০ পর্যন্ত হতে পারে, যা কিনা গাড়ির এক্স-শোরুম মূল্যের বাইরে আলাদাভাবে বসানো হবে। এতে ১ বছরের ডিলার ওয়ারেন্টি থাকবে, আর পুরো গাড়ির উপর থাকবে ৩ বছরের বা ১,০০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি।
এই মূল্যে গাড়ির মান এবং CNG মাইলেজ বিবেচনায় এটি ক্রেতাদের কাছে আকর্ষণীয় বিকল্প হিসেবে দাঁড়াবে।
নিরাপত্তা ও অন্যান্য ফিচার
Nissan Magnite CNG সংস্করণে থাকবে আধুনিক ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা। এতে অন্তর্ভুক্ত থাকবে:
- ৬টি এয়ারব্যাগ
- হিল স্টার্ট অ্যাসিস্ট
- ট্র্যাকশন কন্ট্রোল
- ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC)
- ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরা
সাথে থাকবে আরামদায়ক ও আধুনিক ইন্টেরিয়র যেমন অটো ডিমিং রিয়ার ভিউ মিরর, রিমোট ইঞ্জিন স্টার্ট, এবং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।
এই ফিচারগুলো গাড়িকে নিরাপদ ও আরামদায়ক করে তোলে, যা ক্রেতাদের কাছে বড়ো প্রলোভন।
আরও পড়ুন: Xiaomi YU7: ১৫ মিনিটে ৬২০ কিমি চার্জিং! জানুন এই ইলেকট্রিক SUV’র সব তথ্য
বাজারে প্রতিযোগিতা ও সম্ভাবনা
Nissan Magnite CNG বাজারে আসার পর এটি টাটা পাঞ্চ CNG, মারুতি সুজুকি ফ্রনক্স CNG, এবং হুন্ডাই এক্সটার CNG-এর মত অন্যান্য জনপ্রিয় CNG গাড়ির সাথে সরাসরি প্রতিযোগিতা করবে। নিসানের শক্ত ব্র্যান্ড ইমেজ এবং মূল্যমানের কারণে এই গাড়ি CNG সেগমেন্টে নতুন ধারাকে জন্ম দিতে পারে।
লঞ্চের সম্ভাব্য সময়সীমা
বর্তমানে আশা করা হচ্ছে নিসান ম্যাগনাইট CNG ভারতে ২০২৫ সালের মে মাসে লঞ্চ হবে। এই লঞ্চের পরই গাড়ি ডিলারশিপে পাওয়া যাবে, যেখানে ক্রেতারা এক্সেসরি হিসেবে CNG কিটটি ইনস্টল করতে পারবেন।