NMMS Scholarship 2024: এবার পড়ুয়াদের ১২০০০ টাকা করে স্কলারশিপ দেবে সরকার, দেখে নিন বিস্তারিত

NMMS Scholarship 2024: রাজ্যে বিভিন্ন স্কুল পড়ুয়াদের জন্য বিরাট সুখবর। কেন্দ্র সরকার আবারও রাজ্যের পড়ুয়াদের জন্য আরেকটি স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। এই স্কলারশিপ এর নাম হল ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ বা NMMS Scholarship। এই প্রতিবেদনে NMMS স্কলারশিপের যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো আপনার সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন।

NMMS Scholarship 2024

এই স্কলারশিপের বিশেষ উদ্দেশ্য হলো ছাত্র-ছাত্রীদের শিক্ষামুখী করে তোলা। এই NMMS Scholarship এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের সকল অষ্টম পাস দুস্থ মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ১২ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। সাধারণত আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে এই দেশের বেশিরভাগ ছেলে মেয়েরাই মেধাবী হওয়া সত্ত্বেও অষ্টম পাসের পর তারা স্কুলে আর যায় না। আর্থিকভাবে দুর্বল হওয়ার জন্য পড়াশোনা বন্ধ যাতে না হয় সেজন্য কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেছেন। কেন্দ্রীয় সরকার অধীনস্থ স্কুল শিক্ষা মন্ত্রক এবং সাক্ষরতা বিভাগের তরফ থেকে এই স্কলারশিপটি পরিচালনা করা হয়।

কারা কারা পাবে এই স্কলারশিপের সুবিধা?

আসলে যে সমস্ত পড়ুয়ারা অষ্টম শ্রেণীর পাশ করে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে বা হবে তাদেরকে দেওয়া হয় এই স্কলারশিপ এর টাকা। ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপ এর সুবিধা পাবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এই স্কলারশিপে টাকা পেতে গেলে প্রার্থীদের পারিবারিক আয় বছরের ৩.৫ লাখ টাকার কম হতে হবে। এছাড়া অষ্টম শ্রেণীর পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে থাকা শিক্ষার্থীরা এই স্কলারশিপের সুবিধা পাবে।

তবে এই ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ পেতে গেলে প্রথমে পড়ুয়াদের একটি বৃত্তি পরীক্ষায় বসতে হয়। যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় পাশ করে তাদেরকে এই স্কলারশিপ দেয় সরকার। ২০২৩ থেকে ২০২৪ শিক্ষাবর্ষের স্কলারশিপ এর জন্য বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল নভেম্বর মাসে। সেই বৃত্তি পরীক্ষার কিন্তু অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে। যে সমস্ত পরীক্ষার্থীরা এ বছর এই বৃত্তি পরীক্ষা দিয়েছে তারা অনলাইনের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করে নিতে পারবেন। সমস্ত পাস করা পরীক্ষার্থীদের কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে স্কলারশিপ এর টাকা হিসেবে ১২০০০ টাকা কিছুদিনের মধ্যে তাদের একাউন্টে ঢুকে যাবে।

আরও পড়ুন: পড়ুয়ারা মাধ্যমিক পাস করলেই পাবে ১২ থেকে ১৮ হাজার টাকা! দেখুন বিস্তারিত

কিভাবে নিজেদের রেজাল্ট চেক করবেন

  • সবার প্রথমে www.scholarships.wbsed.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর ‘National Merit Cum Means Scholarship Result 2024’ লিংকে ক্লিক করতে হবে।
  • তারপর তালিকা থেকে নিজের রাজ্য এবং জেলা বেছে নিতে হবে।
  • তারপরে নীচে সেই জেলার সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিস্টের পিডিএফ থাকবে।
  • সেই পিডিএফ পাবার জন্য ডাউনলোড লিংকে ক্লিক করলে আপনারা তালিকা ডাউনলোড করে নিতে পারবেন।
  • সেই তালিকায় যে সমস্ত ছাত্র-ছাত্রীদের নাম থাকবে তারাই এই স্কলারশিপ এর টাকা পাবে।

কৌশিকের সংবাদ জগতে চার বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি শিক্ষা বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। কৌশিক সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: