সামনে নতুন বছর পড়তে চলেছে। এরই মাঝে রাজ্য সরকারের উচ্চ শিক্ষা সংসদ আবারো উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বিরাট বদল নিয়ে এসেছে। এর আগেও একবার উচ্চমাধ্যমিকের সিলেবাস বদল হয়েছিল, কিন্তু সেই সিলেবাস অনুযায়ী বেশির ভাগ ছাত্র-ছাত্রীদের পড়াশুনা করতে এবং সিলেবাস বুঝে নিতে বেশ সমস্যা হচ্ছিল। জানা যাচ্ছে পরীক্ষা কাছাকাছি এসে গেলেও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা কেউ এই সম্পূর্ণ সিলেবাসটি সঠিকভাবে আয়ত্ত করে উঠতে পারছিলেন না। আর এই কারণে নতুন সিলেবাস নিয়ে সকলের মনে তৈরি হয়েছিল অসন্তোষ। ঠিক এই কারণেই আবার এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে পুনরায় উচ্চমাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন নিয়ে এসেছে।
কটি বিষয়ে পরিবর্তন আনা হলো
রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে এবারে উচ্চশিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের মোট ১৯ টি বিষয়ে পুনরায় পরিবর্তন নিয়ে এলো। যাতে করে উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা সকলেই এই বিষয়টি আবারও ভালভাবে বুঝে নিতে পারে। যে সমস্ত বিষয়গুলিতে পরিবর্তন আনা হয়েছে সেগুলি হল-
- কলা বিভাগের ক্ষেত্রে– ইংরেজি এ, ইংরেজি বি, অল্টারনেটিভ ইংলিশ, বাংলা এ, হিন্দি এ, হিন্দি বি, ইতিহাস বি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, পরিবেশ বিদ্যা এবং ভূগোল।
- বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে– সায়েন্স অফ ওয়েল- বিয়িং, স্ট্যাটিস্টিক এবং বায়োলজিক্যাল সায়েন্স।
- বাণিজ্য বিভাগের ক্ষেত্রে– অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশন, বিজনেস স্টাডিস ও ইকোনোমিক্স।
গ্রহণ করা সিদ্ধান্ত
এক্ষেত্রে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন উচ্চশিক্ষা পর্ষদ। সেগুলি হল-
- পরীক্ষায় সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে এবং ছাত্র-ছাত্রীরা সেখান থেকে নিজেদের পছন্দমত প্রশ্ন বাছাই করে উত্তর দিতে পারবে।
- এছাড়া বিদ্যালয়ে গুলিকে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষক শিক্ষিকারা যে বিষয়গুলি ছাত্রছাত্রীদের জন্য কঠিন বলে মনে করছেন সেগুলি তারা বাদ রাখতে পারে।
- ইতিহাস, ইংরেজি, বাংলা সাহিত্য ইত্যাদি বিষয়গুলিতে বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে। যেখানে ইংরেজিতে বেশ কিছু বিষয় সিলেবাসে যুক্ত করা হয়েছে। আবার ইতিহাস সিলেবাস থেকে বেশ কিছু বিষয় বাতিল করা হয়েছে।
সিলেবাস পরিবর্তন করার কারণ
সম্প্রতি পরিবর্তিত হয়ে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস তৈরি হয়েছিল সেখানে থাকা একাধিক বিষয় নিয়ে অভিযোগ উঠেছিল শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হওয়ার দাবিও জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। যে সমস্ত বিষয় ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা এবং বোঝানোর সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল টিচারদের। একাধিক অভিযোগ উঠার পরেই উচ্চ শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস পুনরায় পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর পাশাপাশি ছাত্রছাত্রীদেরও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে যাতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।