NPS Vatsalya Scheme: এবার শিশুরাও মাসে মাসে পাবে পেনশন, দেখুন বিস্তারিত

NPS Vatsalya Scheme: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১৮ ই সেপ্টেম্বর নয়া দিল্লিতে এনপিএস বাৎসল্য যোজনা নিয়ে আনলেন। ভারতীয় শিশুদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য এবং অভিভাবকদের মাথা থেকে ছোটদের ভবিষ্যতের চিন্তা দূর করার জন্যই এই যোজনা চালু করা হচ্ছে। ২০২৪ থেকে ২৫ সালের কেন্দ্রীয় বাজেটে এনপিএস বাৎসাল্য যোজনার কথা উঠেছিল এবার তার বাস্তব রূপ সামনে। এই প্রতিবেদনে এই যোজনা নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

NPS Vatsalya Scheme

নিজেদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বাবা-মা বা অভিভাবকরা এই প্রকল্পের বিনিয়োগ করতে পারবে। শিশুরা যাতে বড় হয়ে আর্থিকভাবে স্থিতিশীল থাকে এবং বাবা-মার একটু চিন্তা কমে তার জন্যই এই প্রকল্পটি শুরু করা হয়েছে। এই স্কিমে বিনিয়োগ করার জন্য কোন যোগ্যতা লাগবে না অর্থাৎ ভারতের সমস্ত নাগরিক এইচসিএমে বিনিয়োগ করতে পারে। এই যোজনার বিনিয়োগের জন্য একটি অনলাইন প্লাটফর্ম চালু করা থাকবে যা পরিচালিত হবে পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভলপমেন্ট অথরিটি (PFRDA) দ্বারা।

কত টাকা বিনিয়োগ করা যাবে?

এই প্রকল্পে অভিভাবকরা সর্বনিম্ন ১০০০ টাকা করে বার্ষিক বিনিয়োগ করতে পারে। এই সন্তানের পেনশন একাউন্টে বছরে হাজার টাকা করে জমা পড়বে। যদি এর থেকেও কেউ বেশি টাকা জমাতে চায় তাহলে তারা তাও জমাতে পারবে।

এই স্কিমের সুবিধা কি কি?

  • এই স্কিমের বেশ কিছু সুবিধা রয়েছে যেমন শিশুরা অল্প বয়স থেকেই পেনশন প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে।
  • দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ টাকার অংক বাড়ায়।
  • পিতা মাতারা তাদের বিনিয়োগের ওপর কর সুবিধা পেতে পারে।
  • পিতা-মাতারা কত এবং কত ঘনঘন বিয়ের নিয়োগ করবেন তা বেছে নিতে পারেন।
  • এবং একাউন্ট কিন্তু সন্তানের নামে থাকবে যা তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

লক- ইন সময়কাল

এই স্কিমে তিন বছরের লক ইন পিরিয়ড রয়েছে। তারপর থেকে বাবা মায়েরা সন্তানের শিক্ষা বা সন্তানদের গুরুতর অসুস্থতার মতো প্রয়োজনের জন্য জমা করা টাকার কিছু অংশ তুলতে পারবে। এক্ষেত্রে তারা জমা করার 25 শতাংশ টাকা তুলতে পারবে। তবে এই টাকা কিন্তু সর্বোচ্চ তিনবার তোলা যেতে পারে।

স্কিমের বৈশিষ্ট্য

যেকোনো ভারতীয় নাগরিক তাদের সন্তানদের জন্য এই অ্যাকাউন্টটি খুলতে পারবে। পিতা মাতারা তাদের সন্তানের NPS একাউন্টে ধারাবাহিকভাবে টাকা জমা রাখতে পারবে। সে সন্তান বড় হয়ে যখন তাদের ১৮ বছর হবে তখন তারা জমা করা টাকা তুলতে পারবে। এরপর ৬০ বছর থেকে পেনশনও পেতে পারে।

আরও পড়ুন: মহিলারা পাবেন ১০,০০০ টাকা! জন্মদিনে বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী, জানুন কিভাবে পাবেন

এই স্কিমের মেয়াদ কখন পূর্ণ হবে?

এই স্কিমের মেয়াদ পূর্ণ হবে শিশুর বয়স 18 বছর হলে। সে সময় যদি টাকার পরিমান 2.5 লক্ষ টাকার কম হয় তাহলে তারা কিছু টাকা তুলতে পারবে। আর যদি ২.৫ লক্ষ টাকার চেয়ে বেশি টাকা জমানো হয় তবে তারা সেই টাকার ২০ শতাংশ তুলতে পারবে।

আর যদি কোন অভিভাবক শিশুর আঠারো বছর পূর্ণ হওয়ার পরেও এই সিমটি চালু রাখতে চায় তাহলে তারা চালু রাখতে পারবে। তবে কোন অভিভাবক যদি শিশুর আঠারো বছরের পর এই স্কিমটি চালিয়ে নিয়ে যেতে চায় তাহলে তাকে সে সম্পর্কে আগেই জানাতে হবে। তখন এই স্কিমটিকে এনপিএস টিয়ার 1 এ পরিবর্তিত করা হবে। এবং শিশুর আঠারো বছর পূর্ণ হওয়ার পর তিন মাসের মধ্যে আবার KYC করতে হবে।

এ যোজনাটি খুবই গুরুত্বপূর্ণ সমস্ত অভিভাবকদের কাছে। কারণ এই যোজনার মাধ্যমে তারা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে। ছোট থেকে যদি অভিভাবকরা তাদের সন্তানদের জন্য কিছু কিছু করে টাকা বছরে জমাতে পারে, তাহলে তাদের সন্তান বড় হলে কিছুটা টাকার চিন্তা কমবে। তাই এই সুযোগটি হাতছাড়া না করাই ভালো।

Sumi Roy

সুমি ডেইলি খবর বাংলা ওয়েবসাইটের সহ প্রতিষ্ঠাতা। সুমির সংবাদ জগতে তিন বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। সে সরকারি প্রকল্প বিষয় বস্তু সম্পর্কিত খবর তৈরি করতে এবং আপনাদের শেয়ার করতে ভালোবাসেন। সুমি সবসময় চেষ্টা করে আপনাদের সেরা এবং সঠিক খবর প্রদান করার।

শেয়ার করুন: