NSDL Scholarship 2024: এই স্কলারশিপে কারা কত টাকা করে পাবেন দেখে নিন?

By Indrani Sarkar

Updated on:

NSDL Scholarship

NSDL Scholarship: এই প্রতিবেদনে আরেকটি স্কলারশিপ নিয়ে আলোচনা করেছি, যে স্কলারশিপটি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। এই স্কলারশিপ টির নাম হল NSDL স্কলারশিপ। এই স্কলারশিপ শিক্ষা সহায়ক স্কলারশিপ নামে পরিচিত। কেন্দ্রীয় সংস্থা, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড (NSDL ) এর দ্বারা স্কলারশিপটি পরিচালনা করা হয়। এটি কেন্দ্রে e-Governance প্রোগ্রামে অন্তর্ভুক্ত। এই স্কলারশিপটি তাদের দেওয়া হয় যে সমস্ত ছেলে মেয়েরা টাকার অভাবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে দেয় বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেনা। এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্বন্ধে বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।

কারা NSDL Scholarship স্কলারশিপ পাবে?

  • স্কলারশিপ এর জন্য ছাত্র-ছাত্রীদের যে কোন স্বীকৃত স্কুল থেকে নূন্যতম অষ্টম শ্রেণীর পাশ থেকে উচ্চশিক্ষার প্রার্থীরা আবেদন জানাতে পারবে।
  • ছাত্র-ছাত্রীদের ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে।

কোন শ্রেণী কত করে টাকা পাবে?

  • অষ্টম ও নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় ২৫০০ টাকা করে।
  • মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় ৩০০০ টাকা করে।
  • একাদশ এবং দ্বাদশ পাস ছাত্রছাত্রীদের দেওয়া হয় ৩৫০০ টাকা করে।
  • যে কোন UG কোর্স যেমন BA, BSc, BCom, BBA, BMS ইত্যাদিতে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের ১২০০০ টাকা করে দেওয়া হয়।
  • এছাড়া PG কোর্স যেমন MA, MSc, M.com, MBA এর শিক্ষার্থীদের ১২০০০ টাকা করে দেওয়া হয়।

প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদন করতে হলে আবেদনকারীদের কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। সেই নথিগুলি হল ছাত্র-ছাত্রীদের আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড, পারিবারিক ইনকাম সার্টিফিকেট, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, নতুন ক্লাসে ভর্তির রশিদ, জাতি শংসাপত্র, এবং দরকার হলে আরো অন্যান্য নথি আপনার কাছ থেকে চাওয়া হতে পারে।

আরও পড়ুন: Anant Merit Scholarship 2024: আবেদন করলেই ৬০০০ টাকা

আবেদন পদ্ধতি

  • এই স্কলারশিপ এর জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
  • ছাত্রছাত্রীরা যদি নতুন হয়ে থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করতে লাগলে ফোন নাম্বার, ইমেল আইডি নিজের নাম এবং একটি পাসওয়ার্ড।
  • তারপর লগইন আইডি তে লগইন করার পরে এপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদন পত্রটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
  • যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস চেয়েছে সে সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
  • তারপর সম্পূর্ণ আবেদন পত্রটি পুনরায় চেক করে নিয়ে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে।
  • পরবর্তী প্রয়োজন এর জন্য ওই অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে।
স্কলারশিপ আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটClick Hare
Helpline Number(022) 4090 4484
Email[email protected]
Indrani Sarkar

ইন্দ্রাণী সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। তিনি বিশেষভাবে শিক্ষা এবং চাকরি সম্পর্কিত খবর তৈরি এবং পাঠকদের কাছে পৌঁছে দিতে ভালোবাসেন। পাঠকদের শিক্ষামূলক ও কর্মসংস্থান সংক্রান্ত মূল্যবান তথ্য প্রদান করা তার প্রধান লক্ষ্য।