এই প্রতিবেদনে মধ্যে বিভিন্ন দেশের বর্তমান নাম এবং পুরাতন নামের একটি সুন্দর তালিকা করে দেওয়া রয়েছে। এই টপিক সাধারণ জ্ঞান হিসেবে এছাড়া বিভিন্ন রকম পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। সুতরাং সকলকেই এই টপিক সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমরা এই সুন্দর তালিকাটি তৈরি করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখন দেখে নিতে পারো অথবা পরবর্তী সময়ে পড়ার জন্য সে তালিকাটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারো। তালিকা PDF লিঙ্ক তৈরি করে এর প্রতিবেদনের নীচে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা খুব সহজেই PDF টি ডাউনলোড করে সংগ্রহ করতে পারো।
বিভিন্ন দেশের নতুন ও পুরাতন নাম তালিকা
দেশের বর্তমান নাম | পুরাতন নাম |
ভারতবর্ষ | জম্বুদ্বীপ |
বাংলাদেশ | পূর্ব পাকিস্তান |
শ্রীলঙ্কা | সাইলন |
চীন | ক্যাথে |
ইরান | পারস্য |
ইরাক | মেসোপটেমিয়া |
জাপান | নিপ্পন |
মায়ানমার | বার্মা |
নেদারল্যান্ড | হল্যান্ড |
থাইল্যান্ড | শ্যামদেশ |
মালয়েশিয়া | মালয় |
অস্ট্রেলিয়া | নিউ হল্যান্ড |
আলজেরিয়া | নুঘিদিয়া |
আঙ্কারা | অ্যাঙ্গেরা |
কম্বোডিয়া | কাম্পুচিয়া |
কঙ্গো | জাইরে |
চেক প্রজাতন্ত্র | বোহেমিয়া |
ঘানা | গোল্ড কোস্ট |
ইন্দোনেশিয়া | ডাচ ইস্ট ইন্ডিজ |
তাইওয়ান | ফারমোসা |
নামিবিয়া | সাউথ ওয়েস্ট আফ্রিকা |
ভিয়েতনাম | ফ্রেঞ্চ ইন্দোচিন |
ফিলিপিন্স | শ্রী বিজয়া |
ফ্রান্স | গল |
সুইজারল্যান্ড | হেলভেটিয়া |
জিম্বাবোয়ে | দক্ষিণ রোডেশিয়া |
জাম্বিয়া | উত্তর রোডেশিয়া |
তানজানিয়া | জঞ্জিবার |
PDF File
PDF Name | Old and New Names of Countries PDF |
Language | Bengali |
Size | 163 KB |
No. of Pages | 03 |
PDF Download Link | Download |