OnePlus 13s কম দামে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা! ভারতে লঞ্চের আগেই ফাঁস সম্ভাব্য দাম ও ফিচার

Published on:

সুমি রায়, কলকাতা: ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন করে চমক দিতে চলেছে OnePlus। সংস্থার আসন্ন প্রিমিয়াম ডিভাইস OnePlus 13s নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। ফোনটি এখনও অফিসিয়ালি লঞ্চ না হলেও, ফাঁস হয়েছে এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম। OnePlus 13s হতে চলেছে একাধারে শক্তিশালী, স্লিম এবং স্মার্ট ডিজাইন-সমৃদ্ধ একটি ফোন, যার লক্ষ্য ‘ফ্ল্যাগশিপ কিলার’ ট্যাগে ফিরে যাওয়া।

OnePlus 13s: ফিচার এক নজরে

ফোনটির হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে ভারসাম্য রাখতেই OnePlus সংস্থা এতে কিছু উল্লেখযোগ্য আপগ্রেড আনছে। মূল আকর্ষণ থাকবে এর নতুন প্রজন্মের চিপসেট এবং বিশেষভাবে কাস্টমাইজ করা স্ক্রিনে।

ডিসপ্লে ও ডিজাইন

  • 6.32 ইঞ্চির AMOLED স্ক্রিন
  • 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট
  • Bezel-less edge design ও Gorilla Glass সুরক্ষা

প্রসেসর ও পারফরম্যান্স

  • Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট
  • LPDDR5X RAM (8GB / 12GB অপশন)
  • UFS 4.0 Storage (128GB / 256GB / 512GB)

ব্যাটারি ও চার্জিং

  • ৬,২৬০ mAh ব্যাটারি
  • ৯০W SUPERVOOC ফাস্ট চার্জিং

ক্যামেরা সিস্টেম

  • 50MP প্রাইমারি সেন্সর (Sony IMX)
  • 50MP টেলিফটো লেন্স (2x অপটিক্যাল জুম)
  • 16MP ফ্রন্ট সেলফি ক্যামেরা

সফটওয়্যার

  • OxygenOS 14 ভিত্তিক Android 14

নতুন কী থাকছে?

OnePlus 13s ফোনে আসছে “Plus Key” নামে একটি নতুন কাস্টমাইজেবল বোতাম, যা ব্যবহারকারী নিজের মতো করে শর্টকাট বা অ্যাপের জন্য ব্যবহার করতে পারবে। এটি পুরনো অ্যালার্ট স্লাইডারের থেকেও উন্নত ও বেশি ফাংশনাল।

OnePlus 13s India launch

সম্ভাব্য দাম ও উপলব্ধতা

লিক হওয়া তথ্য অনুযায়ী, OnePlus 13s-এর দাম ভারতে প্রায় ₹৫০,০০০ হতে পারে। এটি OnePlus 13R এবং OnePlus 13-এর মাঝামাঝি একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ ডিভাইস হিসেবে বাজারে আসবে। ফোনটি কালো, ধূসর এবং গোলাপি রঙে পাওয়া যেতে পারে এবং Amazon IndiaOnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ থাকবে।

আরও পড়ুন: মুকেশ আম্বানির নতুন চমক! আসছে Jio Coin, কীভাবে কাজ করবে এই ডিজিটাল মুদ্রা?

কখন লঞ্চ হবে?

যদিও অফিসিয়াল লঞ্চ ডেট এখনো ঘোষিত হয়নি, কিন্তু সূত্র অনুযায়ী জুন ২০২৫ মাসের মধ্যেই ফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে। ইতিমধ্যে এটি চীনে OnePlus Ace 3 Pro বা 13T Pro নামে লঞ্চ হয়েছে বলে গুজব রয়েছে।

কেন OnePlus 13s কিনবেন?

  • নতুন Gen 3 Snapdragon চিপসেট
  • ফ্ল্যাগশিপ ক্যামেরা পারফরম্যান্স
  • দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দ্রুত চার্জিং
  • OxygenOS 14-এর ক্লিন ও লাইট ওএস এক্সপেরিয়েন্স

Sumi Roy

সুমি Daily Khabor Bangla ওয়েবসাইটের সহ-প্রতিষ্ঠাতা। সংবাদ জগতে ৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলা এবং প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরিতে সুমি বিশেষ পারদর্শী। তাঁর আন্তরিকতা ও সংবাদ উপস্থাপনার দক্ষতা এই প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে। পাঠকদের কাছে সঠিক ও বিশ্লেষণমূলক তথ্য পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।