প্যান কার্ড জালিয়াতি থেকে সাবধান! ভুয়ো ই-প্যান ইমেল থেকে থাকুন সতর্ক

Published on:

Online PAN card fraud

ভারত দেশের নাগরিকদের বিভিন্ন রকম নথি গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নথি হলো প্যান কার্ড এবং আধার কার্ড। নিত্য প্রয়োজনীয় কাজে সরকারি হোক বা বেসরকারি, যেকোনো কাজে কিন্তু এই দুটি নথি প্রয়োজন হয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র তৈরিতে লাগে এই দুটি গুরুত্বপূর্ণ নথি। প্রতিটি ভারতীয় ব্যক্তির কাছে এই দুটি তথ্য থাকবেই থাকবে। তাই এগুলির অপব্যবহার এবং জালিয়াতির আশঙ্কা বেশি। এছাড়া জানা যাচ্ছে যে বর্তমানে প্যান কার্ডের মাধ্যমে জালিয়াতি নাকি অনেক গুণ বেড়ে গিয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী জানা গেছে যে ইমেইলের মাধ্যমে নাকি সরকারি কর্মকর্তা সেজে প্যান কার্ডের জালিয়াতি করছে। একটি মেইলে এই প্যান কার্ড অনলাইনে ডাউনলোড করতে বলা হয়। তারপর ই প্যান কার্ড বিনামূল্যে অনলাইনে ডাউনলোড করুন ধাপে ধাপে গাইড শিরোনাম ইমেল মেল আসে বলে পিআইবি জানিয়েছে। এই বার্তা সম্পূর্ণ ভুয়া বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ পিআইবি সতর্ক করেছেন।

জালিয়াতি হয় কিভাবে?

আসলে ই- প্যান কার্ড ডাউনলোড করার পদ্ধতি ধাপে ধাপে নির্দেশিকা জারি করা থাকে সেই ইমেইলে, এইভাবেই ইমেইলের মাধ্যমে জালিয়াতি করে সে জালিয়াতকারীরা। সেখানে প্যান কার্ড ডাউনলোড করার একটি লিঙ্গ থাকে সেই লিংকে ক্লিক করলেই ব্যক্তিগত সমস্ত তথ্য শেয়ার হয়ে যাবে। সুতরাং এমন কোন লিংক যদি আসে তাহলে সেই লিংকে ক্লিক করবেন না এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না বলে জানিয়েছেন পিআইবি।

জালিয়াতি থেকে কিভাবে বাঁচবেন?

আয়কর বিভাগের নামে যদি কোন মেল বা ওয়েবসাইট পান তৎক্ষণাৎ প্রমাণিকরণ ছাড়া প্রতিক্রিয়া জানাবেন না। এবং এই ধরনের মেইলের সংযুক্তি গুলি খুলবেন না। সন্দেহজনক কেউ ব্যক্তিগত তথ্য চাইলে তা দেবেন না। এরকম জালিয়াতি যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই অভিযোগ করুন।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।