দলিল সংক্রান্ত সব কাজ এবার অনলাইনে! আর দৌড়ঝাঁপ নয়, জানুন নতুন প্রক্রিয়া

Published on:

Online Mutation Process

অমিত সরকার, কলকাতা: রাজ্য সরকার রাজ্যের মানুষের জমি, বাড়ি সংক্রান্ত কাজ সহজ করার জন্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। জানা যাচ্ছে যে এবার থেকে জমি এবং বাড়ির দলিল সংগ্রহ করতে আর দৌড়াদৌড়ি করতে হবে না অফিসে। এবার থেকে অনলাইনের মাধ্যমে মিলবে সার্টিফায়েড কপি। কারণ এই জমি নিয়ে জটিলতা এবং দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছিল। আর সেই কারণেই নবান্নে জমা পড়েছিল অসংখ্য অভিযোগ।

এমনটাই শোনা যাচ্ছিল যে জমির দলিল পেতে দিতে হচ্ছে বড়সড় ঘুষ। এছাড়া মানুষ সাধারণ মানুষ দিনের পর দিন অফিসের ঘুরে ঘুরে কাজ হচ্ছিল না। তাই পশ্চিমবঙ্গ সরকার সেই সব ঝামেলা এড়াতেই অনলাইন ‘ল্যান্ড এন্ড হাউস রেজিস্ট্রেশন’ ব্যবস্থা চালু করেছে।

নতুন পোর্টালে কিভাবে কাজ হবে?

আগে মানুষদের যেমন দলিল সংগ্রহের জন্য নির্দিষ্ট অফিসে গিয়ে আবেদন জমা করতে হতো এবং সেখানে গিয়ে বিভিন্ন দালাল ও ঘুষের ফাঁদে পড়তে হতো সাধারণ মানুষকে। তবে এখন তার জন্য কোন অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না মানুষকে। কারণ এখন থেকে দলিলের সার্টিফাইড কপি শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে। তবে মূল হার্ডকপি সংগ্রহ করতে গেলে সেই ব্যক্তিকে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসের থেকেই আইজিআই রসিক দেখিয়ে সংগ্রহ করতে হবে।

বাংলা সহায়তা কেন্দ্র

সাধারণ মানুষের সুবিধার জন্য বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। অনেকে রয়েছে যারা অনলাইনে পারদর্শী নয় তাদের জন্য সরকার তৈরি করেছে বিকল্প ব্যবস্থা। রাজ্য বাংলা সহায়তা কেন্দ্র, এখন থেকে এই পরিষেবা নিতে পারবে সাধারণ মানুষ। তবে অনলাইনে দলিলের কপি পেতে লাগবে নাম মাত্র খরচ।

খরচের তালিকা

  • কোর্ট ফি হিসেবে লাগবে ১০ টাকা।
  • নন জুডিশিয়াল স্টাম্পের জন্য লাগবে ১০ টাকা।
  • ইন্সপেকশন ফির জন্য লাগবে ২ টাকা।
  • সার্চ ফির জন্য লাগবে ২ টাকা।
  • প্রতি পাতা কপির জন্য লাগবে ৭.৫০ টাকা।

Amit Sarkar

অমিত Daily Khabor Bangla ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ৫ বছর ধরে সংবাদ জগতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখালেখির অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে দেশ, বিদেশ এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে বিশ্লেষণ এবং লেখালেখি তাঁর প্রধান আগ্রহ। পেশার পাশাপাশি অমিত ভ্রমণ, বই পড়া এবং গান শুনতে ভালোবাসেন।