সুমি রায়, কলকাতা: পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি ভারতের বিরুদ্ধে এক বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাঁর বক্তব্য, “তোমরা যদি আমাদের জল বন্ধ করো, আমরা তোমাদের শ্বাস বন্ধ করে দেব।” এই বক্তব্যে জঙ্গি নেতা হাফিজ সঈদের হুমকির সঙ্গে সাদৃশ্য দেখে অনেকেই হতবাক।
কোথায় দেওয়া হয়েছে এই বক্তব্য?
এই বক্তব্যটি তিনি পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের মঞ্চ থেকে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে ভারতকে প্রকাশ্যে হুমকি দেওয়াকে ঘিরে বিতর্ক আরও বেড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া যায়!
সিন্ধু জল চুক্তি ও ভারত-পাকিস্তান সম্পর্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সিন্ধু জল চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে। ভারতের দাবি, “রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না” — বিশেষ করে সন্ত্রাসবাদ চালু রেখে জলের দাবি গ্রহণযোগ্য নয়।
২৩ এপ্রিল, একটি বড় জঙ্গি হামলার ঠিক পরদিন ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয়। এরপর ৭ মে শুরু হয় অপারেশন সিন্দুর, যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি সংগঠন — যেমন জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিন-এর ৯টি ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়।
আরও পড়ুন: ড. ইউনুসের পদত্যাগের ইঙ্গিত? পদত্যাগ নিয়ে জোর আলোচনা
ভারতের পাল্টা প্রতিক্রিয়া
ভারতের আক্রমণ ছিল দ্রুত ও সুপরিকল্পিত। রিপোর্ট অনুযায়ী, প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয়। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ২৩ মিনিটে জ্যাম করে ১১টি গুরুত্বপূর্ণ এয়ারবেসে সফলভাবে হামলা চালায়, যার মধ্যে উল্লেখযোগ্য — সরগোধা, নূর খান, জ্যাকোবাবাদ ও রহরয়ান খান।
এই ঘটনার পর পাকিস্তান যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য হয়। তবুও, হুমকির রাজনীতি থেকে তারা পিছিয়ে আসছে না।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সামরিক মুখপাত্রের হুমকির তীব্র নিন্দা হয়েছে। এমন বক্তব্য শুধু আঞ্চলিক উত্তেজনা বাড়ায়, শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে।