আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট গুলির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। এমন কোন মানুষ হয়তো নেই যার এই প্যান কার্ড নেই। এই প্যান কার্ডটি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই প্যান কার্ড নিয়ে নানারকম অভিযোগ কিছু না কিছু সব সময়ই দেখা যায়। তাই এই প্যান কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানা যাচ্ছে পুরনো প্যান কার্ড বাদ দিয়ে নতুন করে প্যান কার্ড বানানোর পরিকল্পনা করছে। আজকের এই প্রতিবেদনে এই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়বেন।
আসছে PAN 2.0
জানা যাচ্ছে এবার পুরনো প্যান কার্ড বাতিল করে আসছে প্যান কার্ড ২.০। মোট কথা আগামী দিনে সকলের প্যান কার্ড বদলে যেতে চলেছে। ২৫ শে নভেম্বর, সোমবার একটি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসেছিল। সেই বৈঠকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই বৈঠকেই সবার প্রথমে ১৪৩৫ কোটি টাকার প্যান কার্ড ২.০ প্রকল্প অনুমোদিত হয়। এটি করার মূল লক্ষ্য হল ব্যবসায়ীদের লেনদেন কে আরো সহজ করে তোলা। এছাড়া নতুন প্যান কার্ডে এমন একটি QR কোড থাকবে যার মাধ্যমে উপকৃত হবে সকলে।
প্যান কার্ডে থাকবে QR কোড
মানুষের পুরনো প্যান কার্ড বদলে সে প্যান কার্ড ২.০ প্রজেক্ট এর আওতায় এনে সেই কার্ডে কিউআর কোড দিয়ে বিনামূল্যে আপগ্রেড করা হবে। এই বিষয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্প অনুমোদন করেছে। এই নতুন প্যান ২.০ প্রকল্পের ব্যয় হবে ১৪৩৫ কোটি টাকা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সকলের পরিষেবা যাতে আরও সহজলভ্য, স্বাচ্ছন্দ এবং দ্রুত পরিষেবাকে উন্নত করা। যে সমস্ত মানুষেরা কর দেয় তাদের এ প্রকল্পটি উন্নত ডিজিটালের অভিজ্ঞতা দেবে অর্থাৎ আয়কর দাতাদের আয়কর রিটার্ন ফাইল এর ক্ষেত্রে অনেক সুবিধা হবে। মোট কথা ইকোসিস্টেমের কথা ভেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র।