Pan Card আপডেটের মেসেজ পেয়েছেন? সতর্ক থাকুন এবং ক্লিক করার আগে ভাবুন!

Amit Sarkar

Published on:

Pan card update message alert

আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি গুলির মধ্যে প্যান কার্ডও সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। তবে বর্তমানে এই প্যান কার্ড নিয়ে যে হারে বিভিন্ন পোস্ট ভাইরাল হচ্ছে তাতে করে সকলের মনে একটি ভয়ের সৃষ্টি হয়েছে। কারণ প্যান কার্ড যে কোন আর্থিক কাজের জন্যই প্রয়োজন হয় বেশি। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহকদের ২৪ ঘন্টার মধ্যে তাদের একাউন্টের প্যান তথ্য আপডেট করতে বলা হচ্ছে এবং তা করতে ব্যর্থ হলে একাউন্টটি বন্ধ করে দেওয়া সতর্ক করা হচ্ছে। পিআইবি এই পুরো বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে এ ধরনের পোস্ট সম্পূর্ণ ভুয়ো। এই সমস্ত পোস্টগুলিকে এড়িয়ে চলুন।

ভুয়ো খবর

বর্তমানে গত কয়েকদিন থেকে ক্রমশ একটি বিষয় ভাইরাল হচ্ছে। বিষয়টি হল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহকদের ২৪ ঘন্টার মধ্যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একাউন্টের সঙ্গে প্যান সম্পর্কিত তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং সঙ্গে এও বলা হচ্ছে যে যদি তারা এই নির্দেশ না মানে তাহলে গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে। এইরকম পোস্ট যদি আপনিও পেয়ে থাকেন তাহলে এটি দেখে ভয় পাবেন না সাবধান হোন কারণ এটি একটি সম্পূর্ণ ভুয়ো পোস্ট। এই পোস্টটি ইন্ডিয়া পোস্টের তরফ থেকে করা হয়নি। PIB আরো স্পষ্ট ভাবে বলেছে যে এই ধরনের বার্তা ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে পাঠানো হয়নি। তাই এগুলো দেখে আপনারা কিছু করতে যাবেন না তাহলে বিপদে পড়তে পারেন।

ইন্ডিয়া পোস্ট এর দাবি

পিআইবি সোশ্যাল মিডিয়ায় প্যান কার্ড সম্পর্কে তথ্য শেয়ার করে পোস্ট করে বলেছেন যে এই ধরনের দাবি গুলি জাল। এছাড়া এর পাশাপাশি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একাউন্টধারীদেরও জালিয়াতি সম্পর্কে সতর্ক করেছে। ইন্ডিয়া পোস্ট এর পক্ষ থেকে এও বলা হয়েছে যে এরকম প্রতারণামূলক কোনো পোস্ট তারা পাঠায়নি, মেসেজও করেনি এবং পাঠাবেও না। এই ধরনের ভুয়া মেসেজ বা পোস্টের সন্দেহজনক লিঙ্ক থাকে যা গ্রাহকদের ক্ষতির কারণ হতে পারে। তাই সে সমস্ত লিংকে ক্লিক করবেন না।

কোন লিঙ্কে ক্লিক না করার পরামর্শ

ট্যাংকার সম্পর্কিত সম্পর্কে ইউজারদের সতর্ক করার পাশাপাশি প্রেস ইনফরমেশন ব্যুরো পরামর্শ দিয়েছে যে এই সমস্ত বার্তাগুলোর সঙ্গে অন্তর্ভুক্ত যদি কোন লিংক থাকে তাহলে সে লিংকগুলোতে ক্লিক করবেন না অথবা ব্যক্তিগত কোন তথ্য শেয়ার করবেন না। অ্যাকাউন্ট বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় এগুলো জাল। ইন্ডিয়া পোস্ট কখনোই এমন বার্তা পাঠায় না। তাই সবাই সতর্ক থাকুন।

সাইবার অপরাধীদের কাজ

পিআইবি ইতিমধ্যে সমস্ত প্যান কার্ড ইউজার এবং ইন্ডিয়া পোস্ট গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করে দিয়েছে এবং এখন আবারো এ ধরনের পোস্ট ভাইরাল হলে সতর্ক করা হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে যে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক একাউন্টে তথ্য ও প্যান কার্ড কারো সঙ্গে শেয়ার না করতে। কারণ সাইবার অপরাধীরা প্রায়শই এরকম ধরনের ভুয়ো বার্তা পাঠিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করে। ফলে মানুষ না জেনে একটি বিপদে জড়িয়ে পড়ে। তাই সকলে নিজেও সতর্ক থাকুন এবং আশেপাশের মানুষদেরও সতর্ক করে দিন।