Paschim Bardhaman District Court Recruitment 2024: আদালতে চাকরি করার ইচ্ছা, শীঘ্রই আবেদন করুন

By Amit Sarkar

Published on:

Paschim Bardhaman District Court Recruitment 2024

Paschim Bardhaman District Court Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। আপনার কী আদালতে কাজ করার খুব ইচ্ছা তাহলে আপনার কাছে রয়েছে বড়ো সুযোগ, আবেদন করুন এখনি। রাজ্যের একটি জেলা আদালতে বেঞ্চ ক্লার্ক (পেশকার) পদে প্রার্থী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক আবেদনকারীদের ০৮.০৪.২০২৪ তারিখে বা তার আগে অফলাইনের মাধ্যমে তাদের আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি পড়তে হবে। আপনি অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়বেন, বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ সংস্থাOffice Of The District Judge, Paschim Bardhaman
পোস্টের নামBench Clerk (Peshkar)
শূন্যপদ০২ টি
আবেদনের শেষ তারিখ০৮/০৪/২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটpaschimbardhaman.dcourts.gov.in

রাজ্যের একটি জেলা আদালতে কর্মী নিয়োগ (Paschim Bardhaman District Court Recruitment 2024)

অফিস অফ দি ডিস্ট্রিক্ট জজ, পশ্চিম বর্ধমান সংস্থা থেকে বেঞ্চ ক্লার্ক (পেশকার) পদে যোগ্য প্রার্থী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ২ জনকে নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত কি হতে হবে, বেতন কত করে দেবে, শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এ সমস্ত একাধিক তথ্য জানতে হলে অবশ্যই আপনাকে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়তে হবে। আপনি বিজ্ঞপ্তি পড়বেন বুঝবেন তারপর ইচ্ছুক হলে নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পন্ন করবেন।

পদের নাম (Post Name)

অফিস অফ দি ডিস্ট্রিক্ট জজ, পশ্চিম বর্ধমান এর অফিশিয়াল বিজ্ঞপ্তিটি বলা হয়েছে Bench Clerk (Peshkar) পদে নতুন করে প্রার্থী নিয়োগ করা হবে। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন।

শূন্যপদ (Vacancy)

এঅফিস অফ দি ডিস্ট্রিক্ট জজ, পশ্চিম বর্ধমান এর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী নিয়োগ হবার সে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ০২ টি শুন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে।

আরও পড়ুন: এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরি

বয়স সীমা (Age Limit)

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৬১ বছরের মধ্যে হতে হবে। এছাড়া বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

বেতন (Salary)

আপনি যদি এখানে আবেদন করে চাকরি পান, তাহলে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিমাসে আপনার বেতন হবে ১০০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

আবেদনকারীদের এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে অতি অবশ্যই কম্পিউটারের ওপরে কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়া সরকারি রিটায়ার্ড কর্মীরা নিয়োগের জন্য বিশেষ অগ্রাধিকার পাবেন।

সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে অবশ্যই আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করতে পারেন।

প্রার্থী নিয়োগ পদ্ধতি (Selection process)

এই নিয়োগ প্রক্রিয়ায় তিনটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথম ধাপ হল কম্পিউটার টেস্ট, দ্বিতীয় ধাপ হল ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তৃতীয় ধাপ হল ইন্টারভিউ।

কিভাবে আবেদন করতে হবে?

  1. এক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. সবার আগে paschimbardhaman.dcourts.gov.in পোর্টালে গিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে হবে।
  3. বিজ্ঞপ্তিতে যে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হবে।
  4. এরপর নির্ভুলভাবে হাতে কলমে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে।
  5. যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আরও পড়ুন: হাওড়া জেলা পরিষদে কর্মী নিয়োগ, ৩৩টি শূন্যপদে আবেদন করুন শীঘ্রই

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ০৮-০৪-২০২৪

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

আবেদন পত্রDownload
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload
অফিসিয়াল ওয়েবসাইটVisit Now

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (Frequently Asked Questions)

প্রশ্ন.1 রাজ্যের একটি জেলা আদালতে কর্মী নিয়োগ প্রক্রিয়া কতটি শূন্য পদ রয়েছে?

উত্তর. এখানে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।

প্রশ্ন.2 রাজ্যের একটি জেলা আদালতে কর্মী নিয়োগ প্রক্রিয়া আবেদনের শেষ তারিখ কবে?

উত্তর. আবেদন শেষ তারিখ ০৮-০৪-২০২৪।

প্রশ্ন.3 রাজ্যের একটি জেলা আদালতে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমা কত হতে হবে?

উত্তর. প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৬১ বছরের মধ্যে হতে হবে।

Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।

Leave a Comment