রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, মাসিক ১৫ হাজার টাকা বেতন, দেখে নিন আবেদন পদ্ধতি

By Amit Sarkar

Published on:

Paschim Medinipur Rupashree Cell Accountant Recruitment 2024

সম্প্রতি পশ্চিম মেদিনীপুর ডিএম অফিসে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবার দেখে নেব আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত কি হতে হবে, বেতন কত করে দেবে ইত্যাদি বিষয়।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে একাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। একাউন্টেন্ট পদের জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১ টি।

বয়স সীমা

সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যেবয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবে। সে বয়স কিন্তু ১/১/২০২৪ অনুযায়ী হতে হবে। এছাড়া রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

একাউন্টেন্ট পদে আবেদন করতে চাইলে কমার্স নিয়ে গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার নলেজ ( MS Office Package, Spreadsheet, Tally, Presentation Package) থাকতে হবে। এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন

উপরোক্ত পদের জন্য আবেদন করে কোন প্রার্থী যদি চাকরি পায় তাহলে প্রতি মাসে তার বেতন হবে ১৫,০০০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ হলো ২৩/৯/২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হলো ২৪/১০/২০২৪।

নিয়োগ প্রক্রিয়া

এক্ষেত্রে আবেদন কারীদের প্রথমে লিখিত পরীক্ষা তারপরে কম্পিউটার টেস্ট এবং লাস্টে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আরও পড়ুন: স্কিল ইন্ডিয়ার মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ, যোগ্যতা মাধ্যমিক পাস

আবেদন পদ্ধতি

আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। সবার প্রথমে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর বিজ্ঞপ্তি নীচে থাকা আবেদনপত্রটি A4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় কাগজ পাতি একসঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা- Drop Box Kept at the Office of Rupashree Prakalpa Under DPMU, Paschim Medinipur Situated in the PUP Building.

নিয়োগের স্থান

পশ্চিম মেদিনীপুর জেলা শাসক অফিসের রূপশ্রী বিভাগে নিয়োগ করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
Amit Sarkar

অমিত ডেইলি খবর বাংলার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। ৫ বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ জগতের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের এবং ভারতের সংবাদ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করতে অমিত সর্বদা উদ্যমী। সংবাদ সংগ্রহ এবং তা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার প্রতি তার আগ্রহ এবং নিষ্ঠা এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরা এবং নির্ভুল খবর প্রদানই তার প্রধান লক্ষ্য।